Advertisement
Advertisement

শুধু প্রেমেই নয়, সুখ লুকিয়ে রয়েছে এই ছোট্ট ছোট্ট ইচ্ছেপূরণেও

আপনি কি একমত?

These simple things initiate orgasmic plasure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 16, 2017 11:28 am
  • Updated:February 16, 2017 11:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা সুখের লাগি প্রেম চান৷ প্রেম কি সত্যিই পান? প্রেম পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার৷ কিন্তু সুখের তরে হামেশা প্রেমের প্রয়োজন নেই৷ শরীরে সামান্য ছোঁয়াও মনকে চরম সুখ দিতে পারে৷ আর এই ছোঁয়া যে হামেশা যৌনতারই হতে হবে তা কিন্তু নয়৷ ছোট ছোট কিছু পরশও অনাবিল আনন্দ দিয়ে যেতে পারে৷ যেমন –

1
কর্ণ গহ্বরে যখন এই ভাবে আঙুলের প্রবেশ ঘটে৷ তখন পা থেকে মাথা পর্যন্ত এক অদ্ভূত সুখের অনুভূতি হয়৷

 

Advertisement

 

বাড়িতে নতুন কোনও জিনিষ কেনা হলে তাতে এই বাবল ব়্যাপ দেখেছেন নিশ্চয়ই৷ একবার না একবার এই বাবলগুলো ফাটিয়ে দেখেছেন৷  দারুণ লাগে তাই না!
বাড়িতে নতুন কোনও জিনিস কেনা হলে তাতে এই বাবল ব়্যাপ দেখেছেন নিশ্চয়ই৷ একবার না একবার এই বাবলগুলি ফাটিয়ে দেখেছেন৷  দারুণ লাগে তাই না!

 

ভাবুন তো, প্রচন্ড ঠান্ডা পড়েছে৷ আর আপনি এমন ধোঁয়া ওঠা গরম শাওয়ারের নিচে দাঁড়িয়ে রয়েছেন৷
ভাবুন তো, প্রচন্ড ঠান্ডা পড়েছে৷ আর আপনি এমন ধোঁয়া ওঠা গরম শাওয়ারের নিচে দাঁড়িয়ে রয়েছেন৷

 

রাস্তাঘাটে বিনা নিমন্ত্রণে প্রকৃতির ডাক এসেছে৷ চাপা বড় দায়৷ অনেকক্ষণ ঘোরাঘুরির পরও দায় সারার প্রকৃত স্থান খুঁজে পাওয়া যাচ্ছে না৷ হঠাৎ এক শৌচালয় খুঁজে পেলেন৷ অবশেষে শরীর ভারমুক্ত হল৷
রাস্তাঘাটে বিনা নিমন্ত্রণে প্রকৃতির ডাক এসেছে৷ চাপা বড় দায়৷ অনেকক্ষণ ঘোরাঘুরির পরও দায় সারার প্রকৃত স্থান খুঁজে পাওয়া যাচ্ছে না৷ হঠাৎ এক শৌচালয় খুঁজে পেলেন৷ অবশেষে শরীর ভারমুক্ত হল৷

 

এই সুখ অবশ্য মহিলাদের ক্ষেত্রে একটু বেশিই প্রযোজ্য৷ সারা দিনের কাজকর্ম করে রাতে বাড়ি ফিরে যখন অন্তর্বাস থেকে দেহ মুক্ত হয়৷
এই সুখ অবশ্য মহিলাদের ক্ষেত্রে একটু বেশিই প্রযোজ্য৷ সারা দিনের কাজকর্ম করে রাতে বাড়ি ফিরে যখন অন্তর্বাস থেকে দেহ মুক্ত হয়৷

 

সারা সপ্তাহ অফিসে টাইট শিডিউল৷ মাথা তোলার ফুরসত নেই৷ হঠাৎ জানতে পারলেন সপ্তাহ শেষে একটির বদলে দু’টি ছুটি বরাদ্দ হয়েছে আপনার খাতায়৷
সারা সপ্তাহ অফিসে টাইট শিডিউল৷ মাথা তোলার ফুরসত নেই৷ হঠাৎ জানতে পারলেন সপ্তাহ শেষে একটির বদলে দু’টি ছুটি বরাদ্দ হয়েছে আপনার খাতায়৷

 

8
হাতের স্মার্ট ফোনটা পড়েই যাচ্ছিল৷ শেষ মুহূর্তের বিরাট কোহলির মতো অদৃশ্য ম্যাজিকে আপনি তা ধরে ফেললেন৷

 

হাঁচিটা অনেকক্ষণ ধরে নাকের কাছে এসে আটকে ছিল৷ অনেক টালবাহানার পর অবশেষে সম্পূর্ণ শক্তি নিয়ে ধরাধামে অবতীর্ণ হল৷
হাঁচিটা অনেকক্ষণ ধরে নাকের কাছে এসে আটকে ছিল৷ অনেক টালবাহানার পর অবশেষে সম্পূর্ণ শক্তি নিয়ে ধরাধামে অবতীর্ণ হল৷

 

নতুন কোনও ইলেক্ট্রনিক জিনিস কিনেছেন৷ সযত্নে তার উপরের প্লাস্টিকটা তুলতে পারা৷
নতুন কোনও ইলেক্ট্রনিক জিনিস কিনেছেন৷ সযত্নে তার উপরের প্লাস্টিকটা তুলতে পারা৷

 

10
সারা দিন কাজের শেষে মনের সুখে একটু স্বস্তির আড়মোড়া ভাঙতে পারা৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement