Advertisement
Advertisement
Zomato

এবার একসঙ্গে একাধিক রেস্তরাঁ থেকে খাবার অর্ডারের সুযোগ, দারুণ ফিচার নিয়ে হাজির Zomato

খুশি ব্যবহারকারীরা।

Zomato now allows users to order food from multiple restaurants at a time | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 30, 2023 4:18 pm
  • Updated:June 30, 2023 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন কমবেশি সবাই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে পরিচিত। এক ক্লিকেই বাড়ির সামনে হাজির হয়ে যায় পছন্দের খাবার। ব্যবহারকারীদের সুবিধার জন্য এবার বিশেষ ফিচার নিয়ে এল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো।

কী এই ফিচার? যারা জোম্যাট অ্যাপ ব্যবহার করেন, তাঁরা সকলেই জানেন অর্ডারের পদ্ধতি। একবারে যে কোনও একটি রেস্তরাঁ থেকেই খাবার অর্ডার করতে হয়। তবে অনেক সময়ই দেখা যায় এমন দুটি আইটেম প্রয়োজন যেগুলো একটি রেস্তরাঁয় পাওয়া যায় না। সেক্ষেত্রে আদালাভাবে দুবার করে অর্ডার করতে হয়। যা বেশ সমস্যার। সেই কথা চিন্তা করেই নতুন ফিচার আনল জোম্যাটো। এবার মিলবে একই সঙ্গে একাধিক রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করার সুযোগ।

Advertisement

[আরও পড়ুন: ক্যাবে যাত্রীদের জন্য খাবার-সাজগোজের সরঞ্জাম-Wifi, ট্রিপ বাতিল না পসন্দ, ভাইরাল এই চালক]

জানা গিয়েছে, যাদের জোম্যাটো সর্বশেষ আপডেট করা রয়েছে, তাঁরা এখনই একাধিক রেস্তরাঁ থেকে একই সঙ্গে খাবার অর্ডার করতে পারবেন। সংস্থার তরফে একজন জানান, “আমরা কাস্টমারদের সুবিধার জন্য সবসময় বিভিন্নরকম চেষ্টা করে চলেছি। এই নতুন ফিচারে ব্যবহারকারীরা উপকৃত হবে বলেই ধারণা আমার।”

[আরও পড়ুন: WhatsApp-এর মতো এবার স্টোরি দিতে পারবেন টেলিগ্রামেও, ব্যাপারটা কী?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement