ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো ভিডিও রুখতে নতুন পদক্ষেপ করল ইউটিউব কর্তৃপক্ষ। জানা গিয়েছে, যেসমস্ত ইউটিউব চ্যানেলে দর্শক টানার জন্য ভুয়ো ভিডিও দেখানো হয়, তাদের এবার ‘ভাতে মারার’ পরিকল্পনা করছে ইউটিউব। এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ২০ লক্ষের বেশি সাবস্ক্রাইবার থাকা বেশ কয়েকটি চ্যানেলের উপরেও।
ব্যাপারটা ঠিক কী? আসলে ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, জনপ্রিয় সিনেমার যেসব ভুয়ো ট্রেলার প্রকাশিত হয়, সেগুলির আয় বন্ধ করতে হবে। মার্ভেল বা হ্যারি পটারের মতো বিখ্যাত সিরিজ, যার নতুন পর্ব দেখার জন্য আমজনতা মুখিয়ে থাকেন, সাধারণত সেই আবেগকেই হাতিয়ার করে এই ইউটিউব চ্যানেলগুলি। এআই ব্যবহার করে, নানারকম প্রযুক্তির সাহায্যে ওই বহুপ্রতিক্ষীত সিনেমার ট্রেলার তৈরি করে তারা। সেই ট্রেলারের ভিউ হুহু করে বাড়তে থাকে, বলাই বাহুল্য।
দর্শক টেনে আয় বাড়ানোর জন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল হামেশাই এমন ভুয়ো ট্রেলার প্রকাশ করে থাকে। এই চ্যানেলগুলি সাবস্ক্রাইবও করেন প্রচুর ইউজাররা। স্ক্রিন কালচার বা কেএইচ স্টুডিওর মতো ইউটিউব চ্যানেলগুলিতে ২০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার আছে। নিজেদের মস্তিষ্কপ্রসূত এমন কিছু সিনেমার ট্রেলার তারা তৈরি করে, যেসব সিনেমা আদতে কোনওদিন তৈরিই হয়নি। কিন্তু আমজনতার আগ্রহ বুঝে যেসব ভিডিও তারা বানায়, সেগুলি প্রচুর দর্শককে টানে।
তবে এবার এই চ্যানেলের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে ইউটিউব। কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিজ্ঞাপনী আয়, দর্শক সংখ্যার নিরিখে আয়- কোনও কিছুই আর পাবে না এই চ্যানেলগুলি। কারণ এই ধরনের কন্টেন্টগুলি ভুয়ো, লোকঠকানো। স্বভাবতই এই সিদ্ধান্তে হতাশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতারা। তাঁদের মতে, কল্পনাকে বাস্তব রূপ দিতে ভিডিও বানাতেন। তার সঙ্গে বাস্তবকে বিকৃত করার কোনও যোগ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.