Advertisement
Advertisement
YouTube

ক্লিকবেট কনটেন্টে ‘না’, ইউটিউবের নয়া সিদ্ধান্তে বিপাকে বহু ক্রিয়েটর!

হেডলাইন, ও থাম্বনেলে দারুন চমক, অথচ কনটেন্ট অন্তঃসারশূন্য!

YouTube says it will remove videos in India that have clickbait titles and thumbnails

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:December 20, 2024 9:09 pm
  • Updated:December 20, 2024 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডলাইন, ও থাম্বনেলে দারুন চমক, অথচ কনটেন্ট অন্তঃসারশূন্য। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশে আনা এই সব কনটেন্টের বিরুদ্ধে এবার কড়া হাতে মাঠে নামা হবে। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এই সব ভিডিও।

এই বিষয়ে ইউটিউবের তরফে জানানো হয়েছে, ভারতে বহু কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনও তথ্য থাকে না। যার জেরে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকেই নয়া পলিসি নিয়ে আসবে ইউটিউব। এর পর এই সব বিভ্রান্তিকর সমস্ত কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে।

Advertisement

সংস্থার তরফে আরও জানানো হয়েছে আমাদের উদ্দেশ্য ইউটিউবকে একটি ভরসাযোগ্য প্ল্যার্টফর্ম হিসেবে তুলে ধরা। যাতে ব্যবহারকারীরা এখানে কোনও ভুয়ো ও মিথ্যা তথ্য না ছড়াতে পারে সেদিকে কড়া নজর রাখবে ইউটিউব। কিছু কনটেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য শুধুমাত্র ভিডিওতে ক্লিক করানো ও মানুষকে বোকা বানিয়ে আয় করা। বিশেষ করে ব্রেকিং নিউজ ও ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রেই এই ঘটনা বেশি ঘটে। এক্ষেত্রে নয়া পলিসি চালু করে এই সব কনটেন্ট ইউটিউব প্ল্যার্টফর্ম থেকে মুছে দেওয়া হবে।

ক্লিকবেট কনটেন্ট কী?
এর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। উদাহরণস্বরূপ, কোনও একটি কনটেন্টে টাইটেল ও থাম্বনেইলে দেখানো হল, ‘অমিতাভ গ্রেপ্তার’। ভিডিওর উপরে ছবিও দেওয়া হল বলিউড স্টারের। অথচ কনটেন্টে ক্লিক করার পর দেখা গেল কোনও এলাকার কোনও এক অপরাধী গ্রেপ্তার হয়েছেন যার নাম অমিতাভ। ঠিক এই ধরনের বোকা বানানো কনটেন্টে রাশ টানতেই এবার পলিসি বদলের পথে ইউটিউব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement