Advertisement
Advertisement

Breaking News

YouTube Video

‘সেলেবদের বিজ্ঞাপনে’র ১০০০ ভিডিও ডিলিট করল YouTube! কিন্তু কেন?

ভিডিও মুছে ফেলা নিয়ে কী জানাল ইউটিউব?

Youtube has repotedly deleted 1000 videos of celebrity ads | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 27, 2024 1:45 pm
  • Updated:January 27, 2024 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউব খুলতেই টিভি ও রুপোলি পর্দার চেনা মুখগুলো ভেসে উঠছে আপনার সামনে। নানা ধরনের পণ্য কেনার বিজ্ঞাপন করছেন তাঁরা! আপনাকে সেই প্রোডাক্টটি কিনতে উৎসাহ দিচ্ছেন। এমনই এক হাজারেরও বেশি ভিডিও মুছে ফেলল ইউটিউব! কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

আসলে এই সমস্ত বিজ্ঞাপনে যে সেলেবদের মুখ ব্যবহার করা হয়েছে, তা সবই প্রযুক্তির কেরামতিতে তৈরি। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার দর্শকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই এই ধরনের স্ক্যাম বিজ্ঞাপনের ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে বলে ইউটিউব সূত্রে খবর। পাশাপাশি এও জানানো হয়েছে, কে বা কারা এধরনের স্ক্যাম করল, তা খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জন্মদিনের পার্টির পরই আমেরিকায় বাংলার পড়ুয়ার রহস্যমৃত্যু, গ্রামে ফিরল দেহ]

যতদিন যাচ্ছে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে প্রতারণাও। তাই প্রতিনিয়ত নিজেদের প্ল্যাটফর্মের দিকে নজর ইউটিউবের। ভুয়ো ভিডিও চিহ্নিত করার কাজ অনেকদিন ধরেই করছে ৪০৪ মিডিয়া। তারাই তদন্ত করে দেখে, টেলর সুইফ্ট, স্টিভ হার্ভে, জো রোগানের মতো তারকাদের এআই তৈরি করে ওষুধের বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। যে সব ভিডিও ২০ কোটিরও বেশি মানুষ দেখেছেন। তবে দর্শক এবং সেলেবদের তরফে এনিয়ে বিভিন্ন অভিযোগ পায় ইউটিউব। টেলস সুইফ্ট যেমন নিজের ডিপফেক ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন। ফলত, সার্বিক তদন্তের আশ্বাস দেওয়া হয় ইউটিউবের তরফে।

শুধু এই ধরনের বিজ্ঞাপনই নয়, নানা ধরনের এআই ভিডিও এই সোশাল প্ল্যাটফর্মে আপলোড করে হিংসা ছড়ানোরও চেষ্টা করা হচ্ছে। আবার কোনও ক্ষেত্রে যৌনতায় উসকানি দেওয়া হচ্ছে। সেই সমস্ত ভিডিও-ও মুছে ফেলে স্ক্যামারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে চলেছে গুগলের অন্তর্ভুক্ত ইউটিউব।

[আরও পড়ুন: সেনাবাহিনীতে কার্তিক আরিয়ান! ছবি পোস্ট করে চমকে দিলেন বলিউডের ‘মিষ্টি’ নায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement