Advertisement
Advertisement
online game

মোবাইল গেমে পর পর হার! মানতে না পেরে আত্মহত্যার চেষ্টা যুবকের

ওড়িশার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Youth attempts to kill himself After Losing Online Games | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 18, 2024 1:04 pm
  • Updated:February 18, 2024 1:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর দুবার একই মোবাইল গেমে হার। কিছুতেই সেই গেমের সেই লেভেল অতিক্রম করতে পারছিলেন না। সেই ‘পরাজয়’ মেনে নিতে না পেরে নিজের গলাতেই ব্লেড চালাল ২৪ বছরের যুবক। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ওড়িশার অঙ্গুল এলাকায়।

জেরাঙ্গা গ্রামের বাসিন্দা সৌম্য় রঞ্জন নায়েক। মোবাইল গেমে আসক্ত ছিলেন। একই অনলাইন গেমে পর পর দুবার হেরে চরম পদক্ষেপ করলেন সৌম্য। নিজের গলায় নিজেই ব্লেড চালিয়ে দেন তিনি। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। সঙ্গেসঙ্গে পরিবারের সদস্যদের তৎপরতায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আপাতত স্থিতিশীল। তবে এ নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ব্যবসার টাকা কোথায় যাচ্ছে? প্রশ্ন তুলতেই মধ্যমগ্রামের ভরা বাজারে স্ত্রীকে কোপালো স্বামী]

উল্লেখ্য, বালাশোরের গ্রামের এক ১৯ বছরের যুবকও আত্মঘাতী হয়েছিলেন। অভিযোগ, অনলাইন গেমে প্রায় ১ লক্ষ টাকা খুইয়ে গলায় দড়ি দিয়েছিলেন তিনি। এবার সেই গেমে হেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক।

[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement