Advertisement
Advertisement

Breaking News

corona

এবার অনলাইনে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন আপনিও, জানেন কীভাবে ?

জেনে নিন ভুল সংশোধনের পদ্ধতি।

You can correct personal details on CoWIN vaccine certificate online | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 10, 2021 1:35 pm
  • Updated:June 10, 2021 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) মোকাবিলায় টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভ্যাকিসন সার্টিফিকেট। কারণ, বর্তমানে পরিস্থিতিতে একাধিক ক্ষেত্রে প্রয়োজন এই শংসাপত্র। কোনও কারণে ভ্যাকসিন সার্টিফিকেটে কোনও ভুল থাকলে বিপাকে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই কারণেই বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।

অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েছে ভ্যাকসিনের সার্টিফিকেটে। কোথাও নাম ভুল, কোথাও লিঙ্গ, কোথাও আবার বয়স বা জন্মসাল। দেশ-বিদেশে যাতায়াতের ছাড়পত্র পেতে যে সার্টিফিকেট প্রয়োজন, তাতে ভুল থাকলে প্রবল সমস্যা ভোগ করতে হচ্ছে। সেই কারণেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার CO-win অ্যাপের মাধ্যমেই ভ্যাকসিন সার্টিফিকেটের ভুল সংশোধন করা যাবে নিমেষেই। এতে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমবে। তবে মাত্র একবারই পরিবর্তনের সুযোগ পাবেন প্রত্যেকে। 

Advertisement

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ দেখতে চান? তাহলে এই কাজটি করতে পারেন]

কীভাবে সার্টিফিকেটের তথ্য পরিবর্তন অর্থাৎ ভুল সংশোধনের জন্য আবেদন করবেন?

  • Cowin.gov.in-এ গিয়ে প্রথমে নিজের অ্যাকাউন্টে যেতে হবে।
  • এরপর অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে ‘Raise an issue’ সিলেক্ট করুন।
  • সার্টিফিকেটের কোন তথ্য সংশোধন করতে চান তা সিলেক্ট করুন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন। 

[আরও পড়ুন: কেন্দ্রের CoWin-এর পালটা দিয়ে আজ চালু রাজ্যের নয়া পোর্টাল ‘বেনভ্যাক্স’, কী সুবিধা পাবেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement