Advertisement
Advertisement

ফোনে থাকছে চারটি ক্যামেরা! গ্রাহকদের মন পেতে যুগান্তকারী সৃষ্টি রেডমির

চলতি বছরের শেষে ও নয়া বছরের শুরুতেই আত্মপ্রকাশ করবে ফোনটি৷

Xiaomi Redmi Note 6 Pro to launch with four lenses
Published by: Tanujit Das
  • Posted:September 17, 2018 7:57 pm
  • Updated:September 17, 2018 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে এসে গিয়েছে বহু আকর্ষণীয় স্মার্টফোন৷ তাঁদের ফিচারে তেমন কোনও হেরফের না থাকলেও, পার্থক্য থাকছে ফোনের মূল্য, ক্যামেরা কোয়ালিটি ও ব়্যামের৷ স্মার্টফোন কিনতে গিয়ে ঠিক এই ইস্যুগুলিই ঘুরপাক খায় গ্রাহকদের মনে৷ গ্রাহকদের আকর্ষণ করতে প্রত্যেক স্মার্টফোন সংস্থাই নিত্যনতুন প্রযুক্তি নিয়ে আসছে৷ তবে জানলে অবাক হবেন, স্যামসং, ভিভো, নোকিয়া, ওপোর মতো সমস্ত স্মার্টফোন সংস্থাগুলির থেকে অনেক এগিয়ে রয়েছে শাওমি সংস্থাটি  প্রযুক্তির দিক থেকে পিছনে ফেলে দিতে চলেছে অন্যান্যদের৷

[জানেন, কীভাবে পড়া যাবে হোয়াটসঅ্যাপের মুছে ফেলা মেসেজ?]

Advertisement

ভারতের বাজারে ইতিমধ্যেই রেডমি নোট-৬ প্রো স্মার্টফোনটির আত্মপ্রকাশ ঘটেছে৷ সূত্রের খবর, চলতি বছরের শেষে বা নয়া বছরের শুরুতে এই ফোনেরই আরও একটি আপগ্রেড ভার্সান আনতে চলেছে শাওমি সংস্থাটি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে রেডমি সংস্থার নোট ৬ প্রোর ছবি৷ ৬.২৬ ইঞ্চি চওড়া এই মোবাইলের স্ক্রিনটি তৈরি হচ্ছে ১৯:৯ রেসিও-তে৷ থাকছে চার হাজার এনএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ৷ বর্তমানে ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় স্থান করে নিয়েছে রেডমি ৫ প্রো৷ ৬৪ জিবির ইন্টারন্যাল স্টোরেজ সম্বলিত ৪ জিবি ব়্যাম ও ৬ জিবি ব়্যামের দুটি রেডমি ফোন  মন জয় করেছে ভারতীয় গ্রাহকদের৷

[বাজারে আসছে পাঁচটি রিয়ার ক্যামেরা যুক্ত Nokia 9]

তবে জানেন কি, এগুলি তো কেবল চমকই ছিল৷ এর চেয়েও বড় তুরুপের তাস তাঁদের আস্তিনে লুকিয়ে রেখেছে শাওমি রেডমি সংস্থাটি৷ যাতে তাঁরা বেমালুম মাত দিতে পারবেন প্রতিযোগী স্যামসং, ভিভো, নোকিয়া, ওপোর মতো সমস্ত স্মার্টফোন সংস্থাগুলিকে৷ সূত্রের খবর, একটা বা দুটো নয়, চারটি ক্যামেরা যুক্ত রেডমি নোট ৬ প্রো নিয়ে আসতে চলেছে শাওমি সংস্থাটি৷ সেলফির জন্য থাকছে দুটি ক্যামেরা ও পিছনের দিকে থাকছে দুটি ক্যামেরা৷ ২০ মেগাপিকসেল ও ২ মেগাপিকসেলের সেলফি ক্যামেরা থাকছে এবং ১২ মেগাপিকসেল ও ৫ মেগাপিকসেলের ব্যাক ক্যামেরা থাকছে ফোনটিতে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement