Advertisement
Advertisement

নামমাত্র দামে দূষণরোধী মাস্ক! সস্তার মোবাইলের পর বড় চমক শাওমির

দাম শুনলে চমকে যাবেন!

 Xiaomi Mi Launched Anti-Pollution Mask in India
Published by: Tanujit Das
  • Posted:January 6, 2019 5:18 pm
  • Updated:January 6, 2019 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র বিশ্বে প্রত্যেকদিন বাড়ছে দূষণের মাত্রা৷ কলকাতার, দিল্লির মতো ভারতের মেট্রো সিটিগুলির লাগাম ছাড়া দূষণ এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশবিদদের৷ কীভাবে এই দূষণের পরিমাণ কমানো যায়, খোঁজ করছেন বিশেষজ্ঞরা৷ এমতো পরিস্থিতিতে দূষণের আতঙ্ক কাটাতে একটা নয়া উপায় বাতলে দিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি৷ সস্তার মোবাইলের পর সংস্থাটি বাজারে নিয়ে এসেছে বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি ‘অ্যান্টি পলিউশন মাস্ক’৷ যা দূষণের কবল থেকে ফুসফুসকে অনেকটা রক্ষা করবে বলে দাবি সংস্থাটির। তাও নামমাত্র দামে মিলবে এই মাস্ক৷

[অ্যাকাউন্ট না থাকলেও আপনার ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে ফেসবুক! ]

Advertisement

নতুন সালের শুরুতেই এই দূষণরোধী মাস্কের ঘোষণা করেছে শাওমি। যার পোশাকি নাম ‘এমআই এয়ারপপ পিএম ২.৫’। সংস্থাটি জানিয়েছে, এই মাস্কের দাম একদমই মধ্যবিত্তের নাগালের মধ্যে৷ একটি প্যাকেটে থাকবে দু’টি মাস্ক এবং এর জন্য গ্রাহককে দিতে হবে মাত্র ২৪৯ টাকা। তবে যেকোনও দোকানে এই মাস্ক পাওয়া যাবে না৷ কেবলমাত্র শাওমির অনলাইন স্টোরেই মিলবে এই মাস্কের হদিশ৷

[১০ জানুয়ারি বাজারে আসছে রেডমির ওয়াটারপ্রুফ হ্যান্ডসেট]

সংস্থার দাবি, মাস্কটিতে রয়েছে দূষণ রোধের চারটি স্তর এবং এই অত্যাধুনিক মাস্কটি ০.৩ মাইক্রন আকার পর্যন্ত বায়ুতে ভাসমান ধূলিকণা আটকাতে সক্ষম৷ ৯৯.৯৭ শতাংশ ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা পালন করবে মাস্কটি। এর ওজন মাত্র ৩২.২ গ্রাম এবং অ্যান্টি পলিউশন মাস্ক একটানা ১৫ ঘণ্টা ব্যবহার করা যাবে। এর রং কালো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement