সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে অকেজো এক্স হ্যান্ডেল (X handle down)। গত আধ ঘণ্টা ধরে সেখানে নতুন কোনও ফিড পাওয়া পাচ্ছে না। পোস্ট করতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন কয়েক হাজার ইউজার। এক্স হ্যান্ডেল খুললেই দেখা যাচ্ছে, ‘ওয়েলকাম টু এক্স’। তবে কী কারণে এই সমস্যা তা নিয়ে এলন মাস্কের সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। ঘণ্টা খানেক পর আবার স্বাভাবিক হয় পরিষেবা।
বৃহস্পতিবার সকালে আচমকাই কাজ করা বন্ধ করে দেয় সোশ্যাল মিডিয়া এক্স ও এক্স প্রো (X Pro)। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ হাজার ইউজার অভিযোগ করেন, তাঁরা তাঁদের এক্স হ্যান্ডল ব্যবহার করতে পারছেন না। নতুন কোনও ফিড সেখানে আসছে না। বরং সেখানে দেখাচ্ছে, ওয়েলকাম টু এক্স। দিস ইস দ্য বেস্ট প্লেস টু সি হোয়াটস হ্যাপেনিং ইন ইওর ওয়ার্ল্ড। ফাইন্ড সাম পিপল অ্যান্ড টপিকস টু ফলো নাও (This is the best place to see what’s happening in your world. Find some people and topics to follow now.)। আবার এক্স প্রো ব্যবহারকারীদের দেখাচ্ছে ‘ওয়েটিং ফর পোস্টস’।
প্রসঙ্গত, এক্স তথা টুইটারের মালিকানা বদলের পর থেকেই একের পর এক যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এলন মাস্ক মালিকানা পাওয়ার পরই বহু কর্মীকে ছাঁটাই করা হয়। এর পর থেকেই শুরু হয় সমস্যা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.