Advertisement
Advertisement

Breaking News

Wynk

মাত্র ১ টাকায় সাবস্ক্রিপশন! অক্ষয়ের ছবিমুক্তির দিন কোন অ্যাপ দিচ্ছে আকর্ষণীয় অফার?

জেনে নিন অভাবনীয় অফারের সুযোগ পাবেন কীভাবে।

Wynk celebrates Akshay Kumar's 'Sarfira' with Rs 1 subscription of Wynk Premium
Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2024 4:59 pm
  • Updated:July 12, 2024 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘সরফিরা’। আর সেই উপলক্ষে দুরন্ত অফার আনল উইঙ্ক মিউজিক (Wynk Music)। দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম মাত্র ১ টাকায় উইঙ্ক প্রিমিয়ামের সাবস্ক্রিপশনের সুযোগ করে দিচ্ছে অক্ষয়ের নয়া চলচ্চিত্রের সঙ্গে হাত মিলিয়ে। কিন্তু এই অফার কেবলমাত্র আজকের জন্যই।

জানা যাচ্ছে, https://open.wynk.in/hp এই ওয়েব ঠিকানায় ক্লিক করে সাবস্ক্রাইব করলে তা চালু থাকবে ৩০ দিনের জন্য। আর এই অফার সংস্থাটি দিচ্ছে ‘সরফিরা’-র সঙ্গে জোট বেঁধে। জেনে নিন কী কী পাবেন উইঙ্ক প্রিমিয়ামে।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার ধাক্কা থেকে শিক্ষা! অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের

  • অ্যাড ফ্রি স্ট্রিমিং
  • আনলিমিটেড ডাউনলোড
  • উচ্চমানের অডিও, সঙ্গে ডলবি প্রযুক্তি
  • আনলিমিটেড হ্যালো টিউন
  • এছাড়াও উইঙ্ক প্রিমিয়াম সুযোগ করে দেয় সেলেব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ কিংবা ছবির সেটে যাওয়ার সুযোগ। যেমন সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির সেটে যাওয়ার কিংবা এড শিরানের মতো তারকার সঙ্গে মোলাকাতের সুযোগ দিয়েছিল উইঙ্ক প্রিমিয়াম। এত কিছু ফিচারের জন্য শুক্রবার মাত্র ১ টাকা খরচ করে সাবস্ক্রিপশন করলেই হবে।

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি নরেন্দ্র মোদি-সহ একাধিক হেভিওয়েট, যাচ্ছেন না গান্ধীরা!]

প্রসঙ্গত, শুক্রবারই মুক্তি পেয়েছে অক্ষয়ের (Akshay Kumar) ছবি ‘সরফিরা’। ছবিতে বলিউডের ‘খিলাড়ি’ ছাড়াও রয়েছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসরা। তাছাড়া ছবিতে ক্যামিও চরিত্রে দেখা মিলবে দক্ষিণী তারকা সূর্যর। জি আর গোপীনাথের স্মৃতিকথা অবলম্বনে নির্মিত ছবিটির ট্রেলার দর্শকদের ভালো লেগেছে। ছবিটি বক্স অফিসে সাফল্য পায় কিনা সেটাই দেখার। সেই ছবিটির সঙ্গে গাঁটছড়া বেঁধেই অফার দিল উইঙ্কিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement