Advertisement
Advertisement

গুজব নয় সত্যি! বিনামূল্যে পান OPPo F9 Pro

অ্যামাজনই দিচ্ছে এই সুযোগ৷

Wow buy mobile online, gets 100% cashback
Published by: Sayani Sen
  • Posted:September 21, 2018 5:21 pm
  • Updated:September 21, 2018 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের হাতের নাগালে স্মার্টফোন পৌঁছে দিয়েছে ওপো৷ বাজারে এসেছে ওপো এফ নাইন প্রো৷ ওয়াটার ড্রপ ডিসপ্লে, ফ্ল্যাশ চার্জ ও মোবাইলের পিছন দিকটি হীরের মতো ডিজাইনের৷ ওপোর নতুন এই মোবাইল মন ছুঁয়েছে অনেকের৷ নীল, লাল ও বেগুনি-এই তিন রংয়ে পাওয়া যাচ্ছে ওপো এফ নাইন প্রো৷ দামও আপনার হাতের নাগালেই৷ মাত্র ২৩ হাজার ৯৯০ টাকাতেই মিলছে মোবাইল৷ অনলাইনের পাশাপাশি বিভিন্ন দোকানেও মিলছে নতুন এই স্মার্টফোন৷

[পুজোর আগে নয়া চমক, এবার ইনস্টাগ্রামেই করা যাবে দেদার শপিং]

কিন্তু, পুজোর আগে যদি বিনামূল্যেই এই স্মার্টফোনটি চলে আসে আপনার হাতের নাগালে, তবে কেমন হয়? ভাবছেন, ভুল পড়ছেন৷ মোটেও না, অ্যামাজন আপনার জন্য নিয়ে এসেছে এমনই এক অফার৷ যে অফারের মাধ্যমে ওপো এফ নাইন প্রো কেনার পরেও একশো শতাংশ টাকাও ফেরত পেতে পারেন আপনি৷ কিন্তু কীভাবে পাবেন এই সুযোগ৷ ওপো এফ নাইন প্রো কেনার পাশাপাশি একশো শতাংশ টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করতে হবে৷

Advertisement

[এক ক্লিকেই হাতে মিলবে ‘নমো’র শার্ট, ঘড়ি ও টুপি]

পুজোর আগে ‘বিগ গেম, বিগ ক্যাশব্যাক’ অফার নিয়ে এসেছে অ্যামাজন৷ শুধুমাত্র ভাগ্যবান কয়েকজন প্রতিযোগী সুযোগ পাবেন এই অফার জেতার৷ অনলাইনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আপনি৷ প্রথমেই অনলাইনে আপনাকে ওপো এফ নাইন প্রো অর্ডার দিতে হবে৷১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলা ক্রিকেট ম্যাচ প্রসঙ্গে ভোট দিতে বলা হবে অংশগ্রহণকারীকে৷ অধিকাংশ ভোটের ভিত্তিতেই বেছে নেওয়া হবে ভাগ্যবান বিজেতাদের৷ একটি করে ওপো এফ নাইনের পাশাপাশি অ্যামাজনের তরফে ২৩হাজার ৯৯০ টাকা ফেরত পেয়ে যাবেন আপনি৷ পুজোর আগে এই অফারে যথেষ্ট খুশি ক্রেতারাও৷ তাই আপনার মোবাইল কেনার পরিকল্পনা থাকলে আজই অ্যামাজনে অর্ডার করুন নতুন স্মার্টফোন৷ কে বলতে পারে, ভাগ্য ভাল থাকলে আপনিও ‘বিগ গেম, বিগ ক্যাশব্যাক’ অফারে পেয়ে যেতে স্মার্টফোনের দাম ফেরত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement