Advertisement
Advertisement

Breaking News

Instagram

ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে ক্লিক করতেই সাড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন যুবতী! সতর্ক থাকুন

অতিরিক্ত আয়ের ইচ্ছে থেকেই বিজ্ঞাপনে দেওয়া লিংকটিতে ক্লিক করেন যুবতী।

Woman clicks on Instagram ad, loses Rs 10.5 lakh | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 21, 2023 8:42 pm
  • Updated:August 21, 2023 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল নির্ভরতা যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণা। প্রায় প্রতিদিনই সাইবার অপরাধের ঘটনা উঠে আসছে শিরোনামে। এবার ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে ক্লিক করে সাড়ে ১০ লক্ষ টাকা খোয়ালেন এক যুবতী।

ঘটনা মেঙ্গালুরুর। সফটওয়্যার সংস্থার এক মহিলা কর্মী ইনস্টাগ্রামে (Instagram) লোভনীয় আয়ের বিজ্ঞাপন খুঁজে পান। যে বিজ্ঞাপনে বড় বড় করে লেখা ছিল, “আপনি উপার্জন করতে পারেন।” অতিরিক্ত আয়ের ইচ্ছে থেকেই সেই বিজ্ঞাপনে দেওয়া লিংকটিতে ক্লিক করেন তিনি। সেখান থেকে মেলে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। নিজের কাজ করার ইচ্ছের কথা সেখানে জানাতেই তাঁকে টেলিগ্রাম প্ল্যাটফর্মে একজনকে মেসেজ করতে বলা হয়। সেই মতোই ওই অ্যাপটি ডাউনলোড করে সেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেন যুবতী।

Advertisement

[আরও পড়ুন: ‘এখনও প্রমাণ করতে হবে?’ জাতীয় দল থেকে বাদ পড়ে পূজারার মুখে হতাশার সুর]

ওই ব্যক্তি জানান, যুবতী যা লগ্নি করবেন, তার ৩০ শতাংশ বেশি ফেরত পাবেন। তাঁর আশ্বাসে বিশ্বাস করে প্রথমে অনলাইনে ৭০০০ টাকা পাঠান ওই যুবতী। প্রতিশ্রুতি মতো ৯১০০ টাকা ফেরত পান তিনি। এই লোভেই আরও বেশি টাকা পাঠিয়ে দেন যুবতী। আর তাতেই ঘটে বিপত্তি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যায় সাড়ে ১০ লক্ষ টাকা।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, পার্টটাইমে মোটা অঙ্কের আয়ের লোভ দেখিয়েই যুবপ্রজন্মকে ফাঁদে ফেলার চেষ্টা করছে স্ক্যামাররা। তাই অচেনা কোনও লিংকে ক্লিক করা কিংবা অচেনা কোনও ব্যক্তিকে অনলাইন পেমেন্ট করার আগে সতর্ক থাকুন। দরকারে আর পাঁচজন অভিজ্ঞর সঙ্গে আলোচনা করুন। পার্টটাইম চাকরির ক্ষেত্রে LinkedIn, Naukri.com, Indeed-এর মতো বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলির উপরই ভরসা রাখা ভাল। সঙ্গে এও পরামর্শ দেওয়া হচ্ছে যে, কোনও সংস্থাই অল্প সময়ে ২০-৩০ শতাংশ অতিরিক্ত অর্থ ফিরিয়ে দেবে না। তাই দূরদর্শিতার সঙ্গে পদক্ষেপ করুন।

[আরও পড়ুন: ‘আমার নগ্ন ভিডিও করেছিল’, জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন স্বামী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement