সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিন অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপ খুলতে গিয়ে সমস্যায় পড়েছেন। কারণ মঙ্গলবার থেকেই একগুচ্ছ মোবাইলে বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। মেসেজিং অ্যাপের তরফে আগেই এ খবর জানানো হয়েছিল। তবে পরিষেবা বন্ধ হল এদিন থেকেই। চলুন চটপট দেখে নেওয়া যাক কোন কোন মোবাইলে আর এই অ্যাপ ব্যবহার করা যাবে না।
যে সব মোবাইল Nokia S40 সফটওয়্যারে চলে, সেগুলিতে আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, Nokia 206, Asha 210-এর মতো পুরনো মোবাইলগুলির ইউজাররা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। খবর আগে থেকেই ছিল। তাই অনেকেই নিজেদের মোবাইল আপগ্রেড করে নিয়েছেন। কিন্তু S40 প্ল্যাটফর্মের বেশ কিছু মোবাইল এখনও অনেকে ব্যবহার করেন। যাঁরা Nokia 206 সিঙ্গল সিম, Nokia 206 ডুয়াল সিম, Nokia 208, Nokia 301 সিঙ্গল সিম চ্যাট এডিশন, Nokia 301 ডুয়াল সিম চ্যাট এডিশন, Nokia 515, Nokia Asha 201, Nokia Asha 205 চ্যাট এডিশন, Nokia Asha 210, Nokia Asha 230 সিঙ্গল সিম এবং Nokia Asha 230 সিঙ্গল সিমের মডেল ব্যবহার করেন, তাঁরা কিন্তু এই সব হ্যান্ডসেটে আর হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন না। নোকিয়া ব্যবহারকারীদেরই সমস্যায় পড়তে হচ্ছে। তবে তালিকা এখানেই শেষ নয়। Nokia Asha 300, Nokia Asha 302, Nokia Asha 303, Nokia Asha 305, Nokia Asha 306, Nokia Asha 308, Nokia Asha 309, Nokia Asha 310, Nokia Asha 311, Nokia Asha 500, Nokia Asha 501, Nokia Asha 502, Nokia Asha 503, Nokia C3-00, Nokia C3-01, Nokia X2-00, Nokia X2-01, Nokia X3-02, এবং Nokia X3-02.5 মডেলগুলির জন্যও একই নিয়ম প্রযোজ্য।
একটি ব্লগে হোয়াটসঅ্যাপ জানায়, তাদের পক্ষে এই সিদ্ধান্ত বেশ কঠিন ছিল। কিন্তু এই অ্যাপ পেতে নিজের ফোনটি বদল করা ছাড়া আর কোনও উপায় নেই। তবে নোকিয়ার এই সফটওয়্যারের পাশাপাশি আগামী বছর পয়লা ফেব্রুয়ারি থেকে অ্যান্ড্রয়েড ২.৩.৭, iPhone 3GS এবং iOS 6 ডিভাইসের ফোনেও বন্ধ করে দেওয়া হবে এই পরিষেবা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.