সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ, ফেসবুক (Facebook) তো করেন সারাদিন। কিন্তু ফোনের প্রতি যত্ন নেন? নিয়মিত আপডেট করেন অপারেটিং সিস্টেম? যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কতদিন ধরে কতদিন ধরে ব্যবহার করছেন ফোনটি? যদি আপনি আইফোন ৫ বা সমসাময়িক আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য দুঃসংবাদ শোনালো হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কারণ, চলতি বছরে বেশ কিছু আইফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
নিশ্চয়ই ভাবছেন কোন ফোন গুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ? সংস্থার তরফে জানানো হয়েছে, iOS 10 ও iOS 11 অপারেটিং সিস্টেম রয়েছে যে ফোনগুলিতে সেগুলিতে কাজ করবে না এই অ্যাপটি। সেক্ষত্রে বাদের তালিকায় এখনও পর্যন্ত মাত্র দুটি ফোন, একটি আইফোন ৫ ও আরেকটি আইফোন ৫সি। কারণ এর পরবর্তীতে একাধিক আইফোন ১০ ও ১১ অপারেটিং সিস্টেম নিয়ে বাজারে এলেও তা পরবর্তীতে আপডেট হয়েছে। কিন্তু আইফোন ৫ ও আরেকটি আইফোন ৫সি-এই মডেল দুটির অপারেটিং সফটওয়্যার iOS 10 বা iOS এই থমকে। সেই কারণে এরপর আর কাজ করবে না এই অ্যাপগুলি। তবে এখনই চিন্তার কারণ নেই। চলতি বছরের ২৪ অক্টোবর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
According to the WABetaInfo resource, which tracks all the innovations in the messenger, the application developers will stop supporting devices running iOS 10 and iOS 11 this year. It will happen on October 24. WhatsApp will stop working on smartphones such as iPhone 5 and
— Yaroslav Gavrilov (@appletesterrus) May 22, 2022
কীভাবে বুঝবেন আপনার ফোনে সফটওয়্যারের লেটেস্ট ভার্সন আছে কি না। প্রথমেই যেতে হবে সেটিংস অপশনে। সেখান থেকে বেছে নিন মেনু। তারপর যান অ্যাবাউট অপশনে। এরপর বেছে নিন সফটওয়ার আপডেট। যদি লেটেস্ট সফটওয়্যারটি ডাউনলোন আগেই করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখতে পাবেন কোন ভার্সন রয়েছে আপনার ফোন। আর যদি আপডেট করার প্রয়োজন থাকে। সেটাও দেখতে পাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.