Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

হোয়াটসঅ্যাপের ফটো গ্যালারি ফিচারে আসছে অভিনবত্ব, আরও সহজে শেয়ার করুন ছবি

ঠিক কী বদল ঘটতে চলেছে?

WhatsApp will soon make it easier for users to open photo library

প্রতীকী ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 8, 2024 8:19 pm
  • Updated:April 8, 2024 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলেছে হোয়াটসঅ্যাপ। আর তার জন্যই হাজারো মেসেজিং অ্যাপের উপস্থিতিতেও উজ্জ্বল মেটার অন্তর্ভুক্ত এই অ্যাপ। স্টেটাস থেকে গ্রুপ চ্যাট, গ্রাহকদের সুবিধার কথা ভেবে সবক্ষেত্রেই নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। আর এবার ফটো গ্যালারি ফিচারেও আসছে বদল। শীঘ্রই আরও সহজে অন্যকে পাঠাতে পারবেন ছবি।

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপের যে ফটো গ্যালারি বা ফটো লাইব্রেরি অপশনটি আছে, তাতে শীঘ্রই বদল ঘটতে চলেছে। কীরকম বদল? আসলে বর্তমানে কোনও ইউজারকে হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করতে হলে চ্যাট বক্সে যে অ্যাটাচমেন্ট অপশনটি থাকে, সেখান থেকে ফটো গ্যালারি সিলেক্ট করলে তবেই স্ক্রিনে গ্যালারির ছবিগুলি খুলে যায়। কিন্তু শীঘ্রই আর ফটো গ্য়ালারি সিলেক্ট করার প্রয়োজন হবে না। অ্যাটাচমেন্ট অপশনে খানিকক্ষণ ট্যাপ করে হোল্ড করে থাকলেই পৌঁছে যাবেন ফোনের গ্যালারিতে। ফলে খানিকটা সময় এবং কাজ কমবে আপনার।

Advertisement

[আরও পড়ুন: ভূপতিনগর নিয়ে কমিশনে ধরনা, TMC নেতাদের টেনে হিঁচড়ে তুলে দিল দিল্লি পুলিশ]

শোনা যাচ্ছে, বেশ কিছু ইউজারের স্মার্টফোনে এই ফিচারটি বিটা ভার্সানে চালু করা হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে যা খবর, তাতে অদূর ভবিষ্যতে অ্যান্ড্রয়েড এবং iOS ইউজাররা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, সম্প্রতি জানা গিয়েছিল, স্টেটাসে বড়সড় বদল আনছে হোয়াটসঅ্যাপ। ইনস্টাগ্রাম এবং ফেসবুক স্টোরির মতো এবার থেকে হোয়াটসঅ্যাপের স্টেটাসেও প্রিয়জনের নাম ট্যাগ করতে পারবেন। যাকে ট্যাগ করবেন, তাঁর কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। বাকিদের কাছে কিন্তু বিষয়টি গোপনই থাকবে।

[আরও পড়ুন: বোম মেরে উড়িয়ে দেওয়া হবে কলকাতার ২০০ স্কুল! জঙ্গি-মেল ঘিরে আতঙ্ক চরমে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement