Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

আবারও চমক! WhatsApp স্টেটাসে আসছে বড়সড় আপডেট, করা যাবে এই কাজটিও

হোয়াটসঅ্যাপ মানেই নতুন নতুন ফিচারের ছড়াছড়ি।

WhatsApp will soon allow users to privately tag contacts in Status
Published by: Sulaya Singha
  • Posted:April 3, 2024 4:48 pm
  • Updated:April 3, 2024 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ মানেই নতুন নতুন ফিচারের ছড়াছড়ি। প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে এই মেসেজিং অ্য়াপ। এবার স্টেটাসে বড়সড় আপডেট আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

এতদিন হোয়াটসঅ্যাপের (WhatApp) স্টেটাসে ছবি, ভিডিও কিংবা টেক্সট আপলোড করা যেত। ক্যাপশনে লেখার অপশনও থাকে। কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত করতে পারবেন স্টেটাসে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার আপনি চাইলে আপনার স্টেটাসে কনট্যাক্ট লিস্টে থাকা যে কোনও কাউকে ট্যাগ করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি কোনও একজনের জন্যই একটি স্টেটাস দিয়েছেন। কিংবা কয়েকজন বন্ধু অথবা পরিবারের কারও জন্য স্টেটাসটি আপলোড করেছেন। সেক্ষেত্রে তাঁকে অনায়াসে ট্যাগ করে দেওয়া যাবে। যে নোটিফিকেশন পৌঁছে যাবে সেই ব্যক্তির কাছে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিজেপিতে যাননি বলেই জেল খাটছেন অনুব্রত’, কেষ্ট গড়ে দাঁড়িয়েই কেন্দ্রকে তোপ অভিষেকের]

বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে কোনও ছবি কিংবা ভিডিও আপলোড করলে সেখানে বন্ধুদের নাম ট্যাগ করে দেওয়া যায়। এবার মেটার অন্তর্ভূক্ত হোয়াটসঅ্যাপেও এই একই ফিচার যুক্ত হতে চলেছে। তবে মজার বিষয় হল, আপনি যাঁকে ট্যাগ করবেন, সেই নাম শুধু তিনিই দেখতে পাবেন। অন্য যাঁরা স্টেটাস দেখবেন, তাঁদের স্ক্রিনে সেই নামটি দেখাবে না। ফলে প্রিয়জনকে ট্যাগ করলেও বাকি দুনিয়ার থেকে সেই নাম লুকিয়ে রাখা যাবে।

কবে থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ইউজাররা? জানা গিয়েছে, আপাতত এটি নিয়ে কাজ চলছে। অ্যান্ড্রয়েড এবং iOS-এর বিটা ভার্সানে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে ফিচারটি। তাই উভয় ইউজাররাই যে শীঘ্রই এই ফিচার ব্যবহার করতে পারবেন, তা বলে দেওয়াই যায়।

[আরও পড়ুন: বড় ধাক্কা চেন্নাই শিবিরে, দেশে ফিরে গেলেন বাংলাদেশি তারকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement