প্রতিক্ষার অবসান! জনপ্রিয় মেসেজিং পরিষেবা প্রদানকারী হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যুক্ত হল ‘ভিডিও কলিং’ ফিচার৷ অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপের সর্বশেষ আপডেটে মিলছে এই নয়া সুবিধা৷ তবে এখনই সবাই এই আপডেট পাবেন না, কারণ আপাতত ভিডিও কলিং ফিচারের ‘বেটা ভার্সন’ টেস্ট হচ্ছে৷ ২০.১৬.৮০ ভার্সনের ইউজাররাই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও কলিং করতে পারছেন! বেটা টেস্টার ইউজাররা গুগল প্লে স্টোর থেকে নয়া ভার্সন ডাউনলোড করতে পারবেন৷ আর খুব তাড়াতাড়িই প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজার তাঁদের ফোনে এই সুবিধা পাবেন৷ তবে তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের লেটেস্ট আপডেট ফোনে ডাউনলোডেড রাখতে হবে৷
ফেসবুক ওই জনপ্রিয় মেসেজিং পরিষেবা প্রদানকারী সংস্থা অধিগ্রহণ করার পর থেকেই নেট মার্কেটে গুঞ্জন শোনা যাচ্ছিল, ফেসবুক মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও ভিডিও কলিংয়ের সুবিধা মিলল বলে! অধিগ্রহণ প্রক্রিয়া মিটে যাওয়ার কয়েকদিনের মধ্যেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আরও বেশ কয়েকটি নতুন ফিচারস যুক্ত হয়৷ যার মধ্যে সবথেকে দরকারি ফিচারস- ফাইল ও ডকুমেন্ট শেয়ারিং৷ ই-মেল ব্যবহার না করেই স্মার্টফোন থেকে যে কোনও ডকুমেন্ট বা ফাইল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আরেকজনের ফোনে খুব সহজেই পাঠিয়ে দেওয়া যাচ্ছিল৷ সদ্য ডেস্কটপের জন্য এক্কেবারে নতুন ভার্সনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাজারে নিয়ে আসে ফেসবুক৷ আর চলতি মাসের ৫ এপ্রিল থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যুক্ত হয় ভিডিও কলিংয়ের সুবিধা! শোনা যাচ্ছে, ভয়েস কলিংয়ের মতো ‘ডেটা সেভিংস’ অপশন থাকবে ভিডিও কলিংয়েও৷ বেটা ভার্সন রান সাফল্যের সঙ্গে উতরে যাওয়ার পরই স্পষ্ট বোঝা যাবে, ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ঠিক কী কী সুবিধা মিলবে৷
কীভাবে করতে হবে ভিডিও কলিং?
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ‘কলিং’ অপশনে গিয়ে একবার ‘প্রেস’ করলেই দুটি তালিকা খুলবে৷ একটি ভয়েস কলিংয়ের, অপরটি ভিডিও কলিংয়ের৷ যাঁকে ‘ভিডিও কল’ করবেন, তাঁকেও ‘অনলাইন’ থাকতে হবে, নইলে তাঁর বাজবে না! এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে দ্রুতই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ‘কল ব্যাক’, জিপ ফাইল শেয়ারিংয়ের মতো অপশনও যুক্ত হতে চলেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.