সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন সকলেরই প্রায় মুঠোবন্দি স্মার্টফোন৷ ইন্টারনেট তো তাতে রয়েছেই৷ স্মার্টফোন আর ইন্টারনেটের যুগলবন্দি মানে হোয়াটসঅ্যাপ করেন না এমন মানুষ নেই বললেই চলে৷ প্রযুক্তি ক্রমাগত এগিয়ে চলেছে৷ যতবার মুঠোফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করার নোটিফিকেশন আসে, ততবারই আপনার মনে হয় নিশ্চয়ই নতুন কিছু সুবিধা পাওয়া যাবে৷ তাই তো? বিশেষজ্ঞরাও আপনার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপে নতুন কিছু ফিচার যুক্ত করার কথা ভাবছেন৷ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে চ্যাটের গোপনীয়তা রক্ষার বিষয়ে৷ হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে গেলে ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’-এর প্রয়োজন হতে পারে৷ নয়া ভাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷
বহু গুরুত্বপূর্ণ কথাবার্তাই আজকাল আমরা হোয়াটসঅ্যাপে করে থাকি৷ ব্যবহারকারীদের সমস্ত তথ্য যাতে গোপন থাকে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ চ্যাট আপনার অজান্তে যাতে আর কেউ পড়তে না পারেন, এবার তার ব্যবস্থা করতে চলেছে হোয়াটসঅ্যাপ। কারণ, এবার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখার জন্য একটি নিরাপত্তার বেড়াজাল পেরোতে হবে। হোয়াটসঅ্যাপের চ্যাটে ঢুকতে গেলেই এবার ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’-এর প্রয়োজন হবে। এই পদ্ধতি বাধ্যতামূলক করার পথেও হাঁটছে সংস্থা।
এই মুহূর্তে মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে ভারতে ২০ কোটির বেশি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। মেসেজিং অ্যাপের আকর্ষণ বাড়িয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারীর সংখ্যা আরও বাড়াতে নিত্যনতুন উদ্যোগ নিচ্ছে সংস্থা। যেমন চলতি বছরেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে ‘ইগনোর বটন’৷ যেকোনও গুরুত্বপূর্ণ দিনে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য ‘অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল’ ফিচার আনার ভাবনাচিন্তা চলছে৷ এছাড়া ‘লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্টেটাস’, ‘ডু নট ডিসটার্ব’, ‘সিডিউল মেসেজ’, ‘প্রোফাইল পিকচার ভিউআর্স’ এবং ‘নোটিফিকেশন হোয়েন কনট্যাক্ট কামস অনলাইন’ ফিচার চালুর ভাবনাচিন্তা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.