Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

এবার WhatsApp-এর অডিওবার্তাতেও নয়া ফিচার! জেনে নিন খুঁটিনাটি

ব্যাপারটা ঠিক কী?

WhatsApp Rolls Out ‘View Once’ Mode for Voice Notes | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 19, 2023 7:31 pm
  • Updated:October 19, 2023 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের স্বার্থে বরাবর নতুন নতুন ফিচার আনার চেষ্টায় থাকে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। উদ্দেশ্য একটাই, এই মেসেজিং অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা। এবার অডিও পাঠানোর ক্ষেত্রে বড়সড় ফিচার আনতে চলেছে এই অ্যাপ।

আট থেকে আশি বর্তমানে সকলেই সোশ্যাল মিডিয়ায় বেশ সরগড়। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ থেকে পড়াশোনা এমনকী অফিসের কাজেও আজকাল ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। সেই কারণেই সংস্থার তরফে বরাবর চেষ্টা করা হয় অ্যাপটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার। এবার অডিও-তেও আসছে ‘ভিউ ওয়ান্স’ ফিচার। অর্থাৎ এবার থেকে কাউকে অডিও পাঠালে বা কেউ আপনাকে অডিও মেসেজ পাঠালে চাইলে এমনভাবেই পাঠাতে পারবেন, যাতে মাত্র একবারই তা শোনা যাবে। তবে এই ফিচারটি নিয়ে আপাতত বিটা ভার্সনের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে বলেই জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: টাকা আত্মসাতের অভিযোগ, বাড়ি গিয়ে টাকা ফেরালেন তৃণমূলের অঞ্চল সভাপতি, ভাইরাল ভিডিও]

প্রসঙ্গত, এর আগেই ছবি ও ভিডিওর ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এই পদ্ধতিতে ছবি বা ভিডিও পাঠালে প্রাপক তা মাত্র একবারই দেখতে পারেন। মনে করা হয়, গোপনীয়তা বজায়ের ক্ষেত্রে এই পদ্ধতি অত্যন্ত উপকারী বলেই মনে করে সংস্থা। ব্যবহারকারীদের কাছেও ভীষণই পছন্দের এই ফিচার।

[আরও পড়ুন: জামাকাপড়ের ব্যবসার আড়ালে মাদক কারখানার হদিশ! বড়সড় সাফল্য এসটিএফের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement