Advertisement
Advertisement
WhatsApp

আবারও চমক! এবার WhatsApp ইউজাররা পাবেন এই ফিচারের সুবিধা

চেনা-পরিচিতদের সঙ্গে যোগাযোগ হবে আরও নিবিড়।

WhatsApp plans on adding reminders for Community events
Published by: Sulaya Singha
  • Posted:May 30, 2024 1:29 pm
  • Updated:May 30, 2024 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ মানেই নতুনত্ব। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করে তা প্রমাণ করে দেয় মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি। সেই কারণেই জনপ্রিয়তায় অন্যদের পিছনে ফেলতে পেরেছে হোয়াটসঅ্যাপ। এবার এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চলেছে আরও একটি ফিচার। যাতে আপনার চেনা-পরিচিতদের সঙ্গে যোগাযোগ হবে আরও নিবিড়।

ব্যাপারটা তাহলে খোলসে করে বলা যাক। বছর আড়াই আগে, অর্থাৎ ২০২২ সালের নভেম্বরে কমিউনিটি ফিচারটি এনেছিল হোয়াটসঅ্যাপ। যার হাত ধরে একছাতার নিচে থাকার সুযোগ পায় বিভিন্ন গ্রুপ। তার পর থেকে কমিউনিটির সঙ্গে যুক্ত হয় নানা ফিচার। এবার প্রতিবেশী থেকে অভিবাবক, ক্রেতা থেকে সহকর্মী, অর্থাৎ আপনার কমিউনিটিতে যারা রয়েছে, তাদের কোনও বিষয়ে আপডেট দেওয়ার পদ্ধতি হবে আরও সহজ। কারণ এবার থেকে ‘রিমাইন্ডার’ ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন।

Advertisement

[আরও পড়ুন: রাম-সীতা থেকে হিন্দু দেবদেবী, আম্বানির বিয়ের কার্ডে পরতে পরতে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া]

ধরুন, সামনেই কোনও ইভেন্ট রয়েছে। কমিউনিটির সদস্যদের সে খবর দিতে চাইছেন। এমনিতে চ্যাটের মাধ্যমে বিস্তারিত তথ্য পাঠিয়ে দেওয়া যাবে। কিন্তু ইভেন্টটির বিষয়ে শেষ মুহূর্তে মনেও করিয়ে দিতে পারবেন মাত্র এক ক্লিকেই। জানা গিয়েছে, ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এই ফিচারটির বিটা ভার্সান এসে গিয়েছে। এর ব্যবহারে কমিউনিটির অ্যাডমিনরা আসন্ন ইভেন্টের কথা মনে করিয়ে দিতে পারবেন।

আপনি ঠিক কতক্ষণ অন্তর নোটিফিকেশন পেতে চান, তা বাছাইয়ের স্বাধীনতাও আপনার হাতেই। ইভেন্টের আগে ৩০ মিনিট অন্তর, ২ ঘণ্টা অন্তর অথবা একদিন অন্তর রিমাইন্ডার পৌঁছে যাবে আপনার কাছে। পাশাপাশি অ্যাডমিনও নোটিফিকেশন শিডিউল বেছে নেওয়ার সুযোগ পাবেন। কমিউনিটির কোন সদস্যদের রিমাইন্ডার পাঠাতে চান, তাও বাছাই করতে পারবেন অ্যাডমিনরা।

[আরও পড়ুন: আমেরিকায় ভারত-পাক ম্যাচে বড়সড় হামলার ছক! মুখ খুলল ICC]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement