Advertisement
Advertisement
WhatsApp

‌‌’হোয়াটসঅ্যাপ পে’র মাধ্যমে কীভাবে পাঠাবেন টাকা?‌ জানুন বিস্তারিত পদ্ধতি

সদ্যই বহু প্রতীক্ষিত ভারতে চালু হয়েছে ‘‌হোয়াটসঅ্যাপ পে’‌।

WhatsApp payments: How to setup, send and receive money | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:November 7, 2020 6:07 pm
  • Updated:November 7, 2020 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার পর সম্প্রতি ভারতে চালু হয়েছে ‘‌হোয়াটসঅ্যাপ পে’‌ (WhatsApp)। অর্থ লেনদেনের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তরফে হোয়াটসঅ্যাপ সবুজ সংকেত পাওয়ার পরই ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নিজেই ইউজারদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি জানান, এই মেসেজিং অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে কোনও অতিরিক্ত অর্থ লাগবে না। জুকারবার্গ এও জানান, ইউজারদের সুবিধার্থে ১৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে হোয়াটসঅ্যাপ। যে কোনও ব্যাংকের একটি ডেবিট কার্ড হলেই চলবে। যা UPI (Unified Payments Interface) সাপোর্ট করে। আর ভারতীয় ইউজাররা মোট দশটি ভাষায় টাকা লেনদেনের সুযোগ পাবেন।

Advertisement

[আরও পড়ুন: পেটিএম KYC’র নামে অনলাইনে প্রতারিত চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, হারালেন লক্ষাধিক টাকা]

কিন্তু কীভাবে কাজ করবে এই ‘‌হোয়াটসঅ্যাপ পে’‌? ‌কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন?‌ কীভাবে টাকা পাঠানো যাবে?‌ এবার জেনে নিন সেই সমস্ত কিছু:‌

১.‌ প্রথমেই প্লে–স্টোর বা অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপটি আপডেট করিয়ে নিন।

২. এরপর অ্যাপটি ওপেন করুন। সেখানে উপরের ডানদিকে থাকা তিনটি ডটে ক্লিক করুন।

৩.‌ এরপর ‌Payments অপশনে ক্লিক করুন। তারপর সেখানে payment method যুক্ত করুন। সেখানে নিজের নির্দিষ্ট ব্যাংকটি নির্বাচিত করে নিতে হবে।

৪.‌ ব্যাংক বেছে নেওয়ার পর ফোন নম্বর ভেরিফাই করাতে হবে। তবে খেয়াল রাখতে হবে হোয়াটসঅ্যাপের যে নম্বরটি আপনি ভেরিফাই করাচ্ছেন, সেটি যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করানো থাকে।

৫.‌ ভেরিফিকেশন হয়ে গেলে Payment সেটিংসটি সম্পূর্ণ করতে হবে। এজন্য অন্যান্য পেমেন্ট অ্যাপের মতো একটি নির্দিষ্ট ইউপিআই পিন তৈরি করে নিতে হবে। এরপরই পেমেন্ট পেজে নিজের বেছে নেওয়া ব্যাংকটির নাম দেখতে পাবেন।

[আরও পড়ুন: দিওয়ালির আগেই দুর্দান্ত প্ল্যান ঘোষণা জিওর, মিলবে ৫০৪ জিবি ইন্টারনেট ডেটা]

৬.‌ এরপর কেউ আপনার হোয়াটসঅ্যাপের নম্বরের টাকা পাঠালে তা সরাসরি চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে।

৭.‌ আবার কাউকে টাকা পাঠাতে গেলে প্রথমে তাঁর সঙ্গে চ্যাটটি খুলতে হবে। এরপর অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে।

৮.‌ এরপর পেমেন্টে ট্যাপ করে যতটাকা পাঠাতে চান, সেই অ্যামাউন্টটি লিখতে হবে। প্রয়োজনে সঙ্গে কিছু লিখে দিতেও পারেন। যাতে যাঁকে টাকা পাঠাচ্ছেন, তিনি সহজেই তা বুঝতে পারেন।

৯.‌ এরপর ইউপিআই পিনটি দিলেই টাকা চলে যাবে যাঁকে পাঠাতে চান তাঁর অ্যাকাউন্টে। আর তা পৌঁছে গেলেই পাবেন কনফার্মেশন মেসেজ।

whatsapp pay starts
ছবি: প্রতীকী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement