সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সবাই এখন হোয়াটসঅ্যাপে (WhatsApp) সড়গড়। অফিসের কাজ হোক বা কাছের লোকের হাল-হকিকত জানা, ভরসা সোশ্যাল মিডিয়ায়ই। তাই গোপনীয়তার প্রয়োজন পড়েই! সেই কথা মাথার রেখে ক্রমাগত গোপনীয়তা বাড়ানোর চেষ্টায় হোয়াটসঅ্যাপ। এবার নতুন ফিচার আনল জনপ্রিয় এই অ্যাপ।
ব্যাপারটা ঠিক কী? হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, গোপনীয়তা সংক্রান্ত একটি ফিচার আনা হয়েছে। হোয়াটসঅ্যাপে আগে থেকেই রয়েছে লক ফিচার। অর্থাৎ কেউ চাইলে হোয়াটসঅ্য়াপ লক করে রাখতেই পারেন। কিন্তু এবার এল চ্যাট লক ফিচার। অর্থাৎ এবার থেকে নির্দিষ্ট কোনও চ্যাট পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন ব্যবহারকারীরা। এখানেই শেষ নয়, লক করা চ্যাটগুলি নির্দিষ্ট ফোল্ডারেও রাখা যাবে। সেক্ষেত্রে সুবিধা হয়, আপনার ফোন যদি অন্য কেউ নেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ খুললেও গোপন চ্যাট তাঁর চোখে পড়বে না। সংস্থার তরফে বলা হয়েছে, এবার গোপন চ্যাট থাকবে গোপনেই। লক চ্যাট পাসওয়ার্ড দিয়ে না খুললে প্রেরকের নামও দেখা যাবে না।
কিন্ত কীভাবে লক করবেন চ্যাট?
১. প্রথমে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটিকে আপডেট করে নিতে হবে।
২.অ্যাপটি খুলে যে চ্যাটটি লক করতে চান, সেটিতে যান।
৩. প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৪. সেখানেই দেখতে পাবেন, চ্যাট লক অপশন। সেখানে ক্লিক করুন।
৫.এবার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিলেই লক হয়ে যাবে নির্দিষ্ট চ্যাট।
৬. এরপর ফের নতুন করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। দেখতে পাবেন লকড চ্যাট অপশন। সেখানে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই খুলে যাবে গোপন চ্যাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.