Advertisement
Advertisement
WhatsApp

স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টার লাগিয়ে করা যাবে ভিডিও কল! নয়া চমক হোয়াটসঅ্যাপের

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে।

WhatsApp is testing augmented reality video calling feature
Published by: Biswadip Dey
  • Posted:July 28, 2024 2:22 pm
  • Updated:July 28, 2024 2:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিনিয়ত নতুন নতুন চমক দেওয়াই যেন লক্ষ্য হোয়াটসঅ্য়াপের। মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে মাঝে মাঝেই আপডেট নিয়ে আসে। এবার জানা গিয়েছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নিয়ে আসা হচ্ছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা।

ওয়েবিটাইনফো সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিটা ইউজারদের একাংশ এই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। অর্থাৎ তাঁরা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআর ফিল্টার লাগাতে পারেন। নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।

Advertisement

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের

কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাঁদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনও রয়েছে। মনে করা হচ্ছে, গ্রুপ কনফারেন্স কলের সময়, এই দুটি বৈশিষ্ট্যই উপযোগী হবে। সব ঠিক থাকলে আপাতত মোবাইলের জন্যই এটি লভ্য হবে। তবে ভবিষ্যতে ডেস্কটপেও এই ফিল্টার ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।

এর আগে ভিডিও কলিং ফিচারটির আরও একটি আপডেট এনেছিল মেটা। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাচ্ছে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে বলেও জানানো হয়েছে। এদিকে ইতিমধ্যেই মেটা AI অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে এই অ্যাপ। শিগগিরি এই আপডেট আনতে চলেছে জুকারবার্গের সংস্থা।

[আরও পড়ুন: বর্গি এল দেশে! বাংলা শ্মশান হয় মারাঠা তাণ্ডবে, কী ছিল হামলার নেপথ্যে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement