Advertisement
Advertisement
WhatsApp

হোয়াটসঅ্যাপ আনছে ফাইল শেয়ারের নয়া ফিচার!

অ্যাপলের এয়ার ড্রপের অনুসরণেই তৈরি হয়েছে ফিচারটি।

WhatsApp could introduce “Nearby File Sharing” feature soon। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:January 23, 2024 9:05 pm
  • Updated:January 23, 2024 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের অধ্যায়টুকু বাকি রাখলে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা একই রকম রয়েছে গত কয়েক বছরে। সংস্থাও চায় অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলতে। আর তাই প্রায়ই নিত্যনতুন ফিচার আত্মপ্রকাশ করে। এবার তেমনই এক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপলের এয়ার ড্রপের মতোই হবে এটি। নাম ‘নিয়ার বাই ফাইল শেয়ারিং’।

নাম থেকেই পরিষ্কার, কাছাকাছি থাকা ইউজারের সঙ্গে ফাইল শেয়ারের কাজ করা যাবে এই ফিচারের সাহায্যে। আর সেজন্য নিজের ফোন নম্বর তাঁকে জানানোরও প্রয়োজন পড়বে না। সেটিকে লুকিয়েও ফাইল পাঠানো যাবে। কেবল অপেক্ষা করতে হবে যাঁকে ফাইল পাঠানো হচ্ছে তাঁর অনুমোদনের। আর এখানেই চমক। যাঁকে ফাইল পাঠানো হচ্ছে তিনি নিজের ডিভাইস ঝাঁকিয়েই ফাইল রিসিভ করে নিতে পারবেন।

Advertisement

[আরও পড়ুন: কেষ্টতেই ভরসা! বীরভূমের বৈঠকে অনুব্রতর পদ্ধতিতেই লোকসভা নির্বাচনের নির্দেশ মমতার]

এদিকে সম্প্রতি হোয়াটসঅ্যাপের (WhatsApp) ক্যামেরায় একটা সমস্যা দেখা দিয়েছে। বহু ইউজারের অভিযোগ, অ্যান্ড্রয়েডের 2.24.2.20 আপডেটে তাঁরা ক্যামেরা অন করতে গেলেই দেখা যাচ্ছে, একটি বার্তা দেখাচ্ছে। তাতে লেখা ‘ক্যামেরা চালু করা যাচ্ছে না। অনুগ্রহ করে আপনার ডিভাইসটি রিস্টার্ট করুন।’ কিন্তু দেখা যাচ্ছে, রিস্টার্ট করলেও সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু বর্তমানে 2.24.2.20 অর্থাৎ সাম্প্রতিক আপডেটে এই সমস্যার সমাধান করা গিয়েছে বলে দাবি।

[আরও পড়ুন: এবার থেকে আরও সকালে খুলবে আউটডোর, সরকারি হাসপাতালের নিয়মে বড় বদল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement