Advertisement
Advertisement
WhatsApp

অ্যাকাউন্ট সুরক্ষায় ‘ফিঙ্গারপ্রিন্ট’, অ্যান্ড্রয়েড ফোনের জন্য নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপের 'ফিঙ্গারপ্রিন্ট' ফিচারটি?

WhatsApp Brings Fingerprint Lock Feature to Android With Latest Beta
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 15, 2019 5:03 pm
  • Updated:May 19, 2020 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত হল WhatsApp। এবার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখার ব্যাবস্থা নিয়ে এসেছে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। আগে iOS ডিভাইস ব্যবহারকারীরা WhatsApp-এর এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে পারতেন। এবার অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে এই নতুন ফিচার ব্যবহার করা যাবে। তবে এই ফিচার ব্যবহার যে বাধ্যতামূলক, তা নয়। প্রয়োজনে বন্ধও রাখতে পারেন নতুন এই ফিঙ্গারপ্রিন্ট ব্যাবহারের সুযোগ।

[আরও পড়ুন:জোম্যাটোর নামে প্রতারণা! খাবার অর্ডার দিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন মহিলা]

কিন্তু ঠিক কী করে চালু করবেন?

Advertisement

জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সান 2.19.221 আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট সুরক্ষিত রাখতে হলে WhatsApp-এর সেটিংসে যেতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে অ্যাকাউন্ট অপশনটি। এরপর প্রাইভেসি অপশনে গেলেই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে  WhatsApp সুরক্ষিত করার সুযোগ পাবেন আপনি। অ্যানড্রয়েড মার্শমেলো বা তার থেকে পরের ভার্সানে নতুন এই ফিচার কাজ করবে।

কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে WhatsApp লক করার পর শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমেই অ্যাকাউন্টটি ওপেন করা যাবে। জানা গিয়েছে, তিনটি অপশনে এই ফিচার ব্যবহার করা যাবে। প্রথম অপশনে WhatsApp বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশানে WhatsApp বন্ধের এক মিনিট পরে ও তৃতীয় অপশানে WhatsApp বন্ধের ৩০ মিনিট পরে চ্যাট আবার লক হয়ে যাবে। তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে WhatsApp খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না। জানা গিয়েছে, নতুন এই ফিচারের ফলে WhatsApp চ্যাট আরও সুরক্ষিত থাকবে। আপাতত বিটা ভার্সানে এই ফিচার পৌঁছালেও শীঘ্রই WhatsApp স্টেবেল ভার্সানে পৌঁছে যাবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন। দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড ভার্সানের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট লকের অপশনটি আসায় খুশি ব্যবহারকারীরা।

[আরও পড়ুন: কাশ্মীর সম্পর্কে টুইটারে ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান, বন্ধের আরজি কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement