Advertisement
Advertisement
Whatsapp

হোয়াটসঅ্যাপে গ্রুপ লেফট করেছেন? তাহলে মহাবিপদ!

কেন জানেন?

Whatsapp Admins Can No Longer Add Group Members Soon Repeatedly
Published by: Tanujit Das
  • Posted:October 3, 2018 9:25 pm
  • Updated:June 4, 2019 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন ভুলবশত হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ থেকে আপনি লেফট করে গেলেন৷ এরপর সাধারণত আপনি কী করবেন? গ্রুপ অ্যাডমিনের সাহায্য নিয়ে আবারও নিশ্চয়ই ওই গ্রুপে যুক্ত হতে চাইবেন৷ যদি ভেবে থাকেন বিষয়টি এতটাই সহজ হতে চলেছে তবে আপনি মূর্খের রাজ্যে বাস করছেন৷ গ্রুপ থেকে একবার বাইরে গেলেই এবার তাতে যুক্ত হওয়া বা অ্যাড হওয়ার বিষয়টি আর এত সহজ থাকছে না৷ এমনই নয়া ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

[বিশ্বজুড়ে বন্ধ ইনস্টাগ্রাম, টুইটারে প্রতিবাদে সরব ক্ষুব্ধ ইউজাররা]

Advertisement

হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপে থাকলে সমস্ত গ্রুপ থেকে একের পর এক মেসেজ আসতে থাকে গ্রাহকদের ফোনে৷ যাতে অনেকেই বিরক্ত হন৷ তাঁরা গ্রুপে থাকতে চান না৷ কিন্তু গ্রুপ লেফট করলেও আরও বিপদ৷ উক্ত গ্রুপে তাঁকে আবারও যুক্ত করে দেন অ্যাডমিন৷ এবার সেই ঝামেলা থেকে রেহাই মেলার উপায় বের করে ফেলেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ সম্প্রতি আপডেটেড ভার্সানে এমন একটি ফিচার এনেছে সোশ্যাল মেসেজিং সংস্থাটি, যাতে কেউ গ্রুপ থেকে একবার লেফট করলে সহজে তাঁকে আর সেই গ্রুপে যুক্ত করা যাবে না৷ বেশ কিছুটা অপেক্ষার পর ওই ব্যক্তিকে যুক্ত করা যাবে গ্রুপে৷ কারও ক্ষেত্রে এই অপেক্ষার সময় ৫ মিনিট হতে পারে, কারও ক্ষেত্রে ১০ মিনিট হতে পারে অথবা তার বেশিও হতে পারে৷

[উৎসবের মরশুমে বাজারে আসছে পাঁচটি আকর্ষণীয় স্মার্টফোন]

এছাড়াও আরও একটি ফিচার অনেকদিন আগেই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে৷ কোনও গ্রুপে যুক্ত হওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট পাঠানো যেতে পারে৷ ঠিক যেমনটি পাঠানো যায় ফেসবুকে৷ সেই রিকোয়েস্ট ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রহণ করলে ওই গ্রুপে যুক্ত হতে পারেন তিনি৷ এক্ষেত্রে ‘ওকে’ ক্লিক করলে সহজেই গ্রুপের সদস্য হতে পারবেন গ্রাহক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement