সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের নতুন নতুন ফিচার উপহার দেওয়ার জন্য জন্য সবসময় পরীক্ষা নিরীক্ষা করে মেটা অধীনস্থ হোয়াটসঅ্যাপ। মাঝেমধ্যেই এমন কিছু ফিচার নিয়ে আসে, যা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারও এক আকর্ষণীয় ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। ভাবছেন তো কী?
আট থেকে আশি সকলেই এখন স্মার্টফোনে অভ্যস্ত। প্রায় সকলেই ব্যবহার করেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সুবিধা যেমন রয়েছে, তেমন অসুবিধাও কিছু রয়েছে। যেমন, আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করেন, এতদিন তাতে সামান্য কোনও পরিবর্তন করতে হলেও গোটা মেসেজটি মুছে ফেলতে হত। যাতে এই সমস্যা দূর করা যায়, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই পরীক্ষা নিরীক্ষা করছিল হোয়াটসঅ্যাপ। এবার আমজনতার জন্য বিশেষ ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এবার পাঠানোর পর এডিট করতে পারবেন ব্যবহারকারীা।
জেনে নিন পদ্ধতি
১. হোয়াটস অ্যাপে পাঠানো যে মেসেজটি এডিট করতে চান, সেটিতে লং প্রেস করুন।
২. এবার অনেকগুলি অপশন খুলে যাবে। বেছে নিন এডিট।
ব্যাস এভাবেই মুহূর্তে এডিট করে ফলতে পারবেন মেসেজ। তবে হ্যাঁ, মেসেজ পাঠানোর পর মাত্র ১৫ মিনিট এই সুযোগ পাবেন। এডিট করা মেসেজের নিচেও দেখাবে ‘এডিট’। যদিও এখুনি সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। তবে শীঘ্রই ভারতেও মিলবে এই ফিচার। তাই হোয়াটসঅ্যাপ আপ টু ডেট রাখতে হবে সব ব্যবহারকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.