Advertisement
Advertisement

Breaking News

5G

5G উদ্বোধনে মোদির স্মার্টগ্লাস নিয়ে কৌতূহল তুঙ্গে, জেনে নিন কী এর বিশেষত্ব

দামই বা কত পড়বে এই চশমার?

What is Jio Glass and how it helps users। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 1, 2022 8:08 pm
  • Updated:October 1, 2022 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে 5G পরিষেবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরেই রচিত হল প্রযুক্তির নয়া ইতিহাস। সেই সময় মোদির চোখে দেখা গিয়েছে এক কালো চশমা। প্রশ্ন উঠেছে, এই চশমার বিশেষত্ব নিয়ে। এই চশমার নাম স্মার্টগ্লাস। রিলায়েন্স বাজারে এনেছে এই চশমা। নাম জিও গ্লাস। জেনে নিন কী এই চশমার বিশেষত্ব।

  • ২০২২ সালে রিলায়েন্সের বার্ষিক অধিবেশনে আত্মপ্রকাশ করে এই চশমা। ওজন ৭৫ গ্রাম। দেখার পাশাপাশি এতে রয়েছে শোনার ব্যবস্থাও। দাম পড়বে মোটামুটি ভাবে হাজার পাঁচেক টাকা। সর্বোচ্চ ১৫ হাজার টাকা।
  • ই-লার্নিং, সংবাদমাধ্যম, বিনোদন, গেমিং এমনকী শপিং- নানা কাজে ব্যবহার করা যায় জিওগ্লাস। স্মার্টফোনের সঙ্গে এটিকে জুড়ে দিলেও ভারচুয়াল পৃথিবীর অভিজ্ঞতা আপনার হাতের মুঠোয়।
  • এই চশমা চোখে থাকলে কোনও স্ক্রিন আলাদা করে দরকার নেই। চশমার মধ্যেই সব ধরা দেবে। ত্রিমাত্রিক ছবি একেবারে জীবন্ত হয়ে উঠবে। নিঃসন্দেহে এর ফলে অন্য ক্ষেত্রে থ্রি-ডি দেখার চেয়েও আরও ভাল, আরও নিখুঁত অভিজ্ঞতা হবে।

[আরও পড়ুন: দু’বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন, দোষীকে ১৪২ বছরের কারাদণ্ড দিল আদালত]

এদিকে ৫জি প্রযুক্তি নিয়েও কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে এই প্রযুক্তির পরিষেবা স্পেকট্রাম ও নেটওয়ার্ক- দুইয়েরই ক্ষমতা বহু গুণে বাড়াবে। ডাউনলোড কিংবা আপলোড সবই হবে দ্রুতগতিতে। প্রাথমিক ভাবে কলকাতা, চেন্নাই, মুম্বই ও দিল্লিতে ৫জি চালু হলেও ধীরে ধীরে সর্বত্রই চালু হয়ে যাবে ৫জি।

Advertisement

প্রসঙ্গত, ৫জি এলে গ্রাহকদের পরিষেবায় কতটা পরিবর্তন আসবে? মনে করা হচ্ছে, ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ! স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। অনেক দ্রুত ডেটা ট্রান্সফার, ডাউনলোড এবং আপলোড করা যাবে। যা ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাবে ভারত। কিন্তু সেজন্য গাঁট থেকে খসবে মোটা অঙ্কের টাকা।

[আরও পড়ুন: ৫১ বছর পর কংগ্রেসের সভাপতি হতে পারেন দলিত নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement