সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে 5G পরিষেবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত ধরেই রচিত হল প্রযুক্তির নয়া ইতিহাস। সেই সময় মোদির চোখে দেখা গিয়েছে এক কালো চশমা। প্রশ্ন উঠেছে, এই চশমার বিশেষত্ব নিয়ে। এই চশমার নাম স্মার্টগ্লাস। রিলায়েন্স বাজারে এনেছে এই চশমা। নাম জিও গ্লাস। জেনে নিন কী এই চশমার বিশেষত্ব।
এদিকে ৫জি প্রযুক্তি নিয়েও কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে এই প্রযুক্তির পরিষেবা স্পেকট্রাম ও নেটওয়ার্ক- দুইয়েরই ক্ষমতা বহু গুণে বাড়াবে। ডাউনলোড কিংবা আপলোড সবই হবে দ্রুতগতিতে। প্রাথমিক ভাবে কলকাতা, চেন্নাই, মুম্বই ও দিল্লিতে ৫জি চালু হলেও ধীরে ধীরে সর্বত্রই চালু হয়ে যাবে ৫জি।
প্রসঙ্গত, ৫জি এলে গ্রাহকদের পরিষেবায় কতটা পরিবর্তন আসবে? মনে করা হচ্ছে, ডেটা ডাউনলোডের গতি বাড়বে ১০ গুণ! স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। অনেক দ্রুত ডেটা ট্রান্সফার, ডাউনলোড এবং আপলোড করা যাবে। যা ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাবে ভারত। কিন্তু সেজন্য গাঁট থেকে খসবে মোটা অঙ্কের টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.