সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিনে নিশ্চয় আপনি গোরিলা গ্লাস শব্দটি বহুবার শুনে ফেলেছেন। স্মার্টফোন কিনতে যাওয়ার সময় অনেকেই সেটির উপরে গোরিলা গ্লাস কোটিং রয়েছে কি না, দেখে নেন। কিন্তু কী এই গোরিলা গ্লাস? স্মার্টফোনের স্ক্রিন রক্ষা করতেই বা কতটা উপযোগী এই প্রযুক্তি? এই প্রতিবেদনে রইল আপনার সমস্ত প্রশ্নের উত্তর।
গোরিলা গ্লাস হল কাচের মতো দেখতে একরকম কঠিন আবরণ যা আপনার স্মার্টফোনের টাচস্ক্রিনকে বাহ্যিক আঘাতের হাত থেকে রক্ষা করে। অনেকেই হয়তো জানেন না, স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও আরও অন্যান্য ডিভাইসে এই গোরিলা গ্লাস ব্যবহৃত হয়। আইটি সেক্টরেও এর ব্যবহার রয়েছে।
We all love sharing our lives via our mobile devices. Fabulous meals. Romantic selfies. Tropical beverages. Whatever the subject matter you wish to capture, the optical clarity and touch sensitivity of Corning Gorilla Glass help to grasp that memorable moment in record time. pic.twitter.com/OcmFRCqrUc
— CorningGorillaGlass (@corninggorilla) April 17, 2018
কী এই গোরিলা গ্লাস? কর্নিং ইনকর্পোরেটেড নির্মিত এই গ্লাস অত্যন্ত মজবুত ধাতু দিয়ে তৈরি হয়। এর মূল উপাদান হল অ্যালুমিনিয়াম, সিলিকন ও অক্সিজেন। এই তিনটি পদার্থ মিশিয়ে তৈরি হয় অ্যালকালাই-অ্যালুমিনসিলিকেট। এই পদার্থই চলতি কথায় গোরিলা গ্লাস। প্রকৃতিতে এই পদার্থ পাওয়া যায় না। এটি বিশেষভাবে গবেষণাগারে তৈরি হয়। ২০০৫-এর মাঝামাঝি সময়ে গোরিলা গ্লাস আবিষ্কৃত হয়। ওজনে অত্যন্ত হালকা, স্ক্রিনের উপর আঁচড় পড়তে দেয় না বলে এই গ্লাসের জনপ্রিয়তা চড়চড় করে বাড়তে থাকে। বর্তমানে গোরিলা গ্লাসের আবরণ ছাড়া স্মার্টফোন ভাবাই যায় না। অনেকেই স্মার্টফোনে কেনার আগে দেখে নেন, তাতে গোরিলা গ্লাসের আবরণ রয়েছে কি না।
We are in the Digital Era — the tipping point of hyper innovation. The interactive world has arrived. And glass is the touchpoint.
Thank you for an amazing day at the first-ever #NDTVTechConclave, in #NewDelhi #India! pic.twitter.com/ggMKklMWWb
— CorningGorillaGlass (@corninggorilla) April 13, 2018
০.৪০ মিলিমিটার চওড়া, স্বচ্ছ এই গ্লাস কিন্তু সংস্থার প্রথম বড় আবিষ্কার নয়! এর আগেও কর্নিং সংস্থাটি একাধিক ‘রেসিস্টেন্ট গ্লাস’ বাজারে এনেছিল। তখন শুধু মোবাইলেই নয়, গাড়িতে, ফার্মাসিউটিক্যাল সেক্টরেও ওইসব গ্লাস ব্যবহৃত হত। তবে গোরিলা গ্লাসই কর্নিংয়ের সবচেয়ে জনপ্রিয় পণ্য। ২০১০ থেকে জয়যাত্রা শুরু হয় গোরিলা গ্লাসের। তা বলে কিন্তু এমনটা নয়, যে গোরিলা গ্লাস কখনই ভাঙবে না। আসলে গোরিলা গ্লাসের বেশ কতগুলি ভাগ রয়েছে। পুরুত্বের বিচারের এমনও গোরিলা গ্লাস রয়েছে যার উপরে হাতুড়ি মারলেও স্ক্রিন ভাঙবে না। গ্লাস ১, ২ ,৩ এভাবেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর গোরিলা গ্লাস আরও আধুনিকতর বা আপডেটেড হয়েছে। বর্তমানে গোরিলা গ্লাসের ফিফথ জেনারেশন বাজারে এসে গিয়েছে। প্রস্তুতকারকদের দাবি, মাটির উপর প্রায় ১.৬ মিটার উঁচু থেকে এই গোরিলা গ্লাসে ঢাকা মোবাইল আছড়ে ফেললেও তার স্ক্রিন ভাঙবে না, এতটাই মজবুত সেটি।
@OLEDWorks using @Corning Willow glass to create bendable OLED lighting; #laserfocusworld; see https://t.co/HjMGd57JWn pic.twitter.com/5BNe6iIHf4
— Laser Focus World (@LaserFocusWorld) April 12, 2018
কী করে বুঝবেন ফোনেও গোরিলা গ্লাস রয়েছে কি না?
এটা জানা খুব সহজ। কর্নিংয়ের ওয়েবসাইটে একটি তালিকাতে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোন কোন হ্যান্ডসেটে এই প্রযুক্তি রয়েছে। বর্তমানে বহু সংস্থাই ফোনকে বাহ্যিক আঘাতের হাত থেকে রক্ষায় এই প্রযুক্তি ব্যবহার করে। গ্রাহকদের মনেও একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে ফোনে যদি গোরিলা গ্লাস কভার থাকে তাহলে বোধহয় আমার ফোন ভাঙবে না। আর এই ধারণা থেকেই গোরিলা গ্লাসের এমন রমরমা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.