Advertisement
Advertisement
WBTC smart card for Bus online recharge

এবার বাড়ি বসেই রিচার্জ করুন সরকারি বাসের স্মার্ট কার্ড, মিলবে বোনাসও

জানেন, কীভাবে রিচার্জ করতে হবে?

WBTC smart card for Bus, tram and ferry online recharge news in Bengali, get 10 percent bonus | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 20, 2020 3:22 pm
  • Updated:September 20, 2020 4:22 pm

নব্যেন্দু হাজরা: এবার বাড়ি বসেই সরকারি বাস (Bus), ট্রাম (Tram) ও ফেরির (Ferry) স্মার্টকার্ড রিচার্জ করা যাবে। রবিবার থেকে নয়া পরিষেবা চালু করল রাজ্য পরিবহণ নিগম (WBTC)। মহামারী আবহে যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পরিষেবা চালু করা হল বলে খবর। ফলে নিত্যযাত্রীদের রিচার্জ করানো ঝক্কি অনেকটাই কমবে বলে মনে করছে পরিবহণ নিগম।

রাজ্য সরকারি বাস, ট্রাম ও ফেরির নিত্য যাত্রীদের সুবিধার কথা ভেবে আগেই স্মার্ট কার্ড (Smart Card) চালু করা হয়েছিল। ফলে নগদ টাকা দেওয়ার ঝামেলা কমেছে। সরকারি তথ্য বলছে, প্রায় ৩০ হাজার যাত্রী এই পরিষেবা ব্যবহার করেন। এতদিন সেই কার্ড রিচার্জ করতে নিগমের নির্দিষ্ট করা ৩০টি পয়েন্ট অফ সেলস (POS) কাউন্টারে যেতে হত যাত্রীদের। কলকাতায় মোট ১৪টি এধরণের কাউন্টার আছে। কিন্তু মহামারী আবহে অনেকেই সেই কাউন্টারে যেতে চাইছেন না। তাই এবার বাড়ি বসেই কার্ড রিচার্জের (Reharge) সুবিধা চালু করা হল।

Advertisement

[আরও পড়ুন ; করোনা নয়, বাদ সাধল খারাপ আবহাওয়া, সোমবার উত্তরবঙ্গ সফর স্থগিত মুখ্যমন্ত্রীর]

কীভাবে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে?

  • এ জন্য একটি অনলাইন পোর্টাল www.onlinerecharge.wbtc.co.in চালু করেছে পরিবহণ নিগম।
  • এই পোর্টালে গিয়ে স্মার্টকার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা কার্ড নম্বরটি দিতে হবে।
  • এরপর কত টাকার রিচার্জ করতে চান, সেই অপশনে ক্লিক করতে হবে।
  • ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
  • অপশন সিলেক্ট করলে পেমেন্ট অপশন আসবে।
  • ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। 
  • এই পোর্টাল থেকে রিচার্জ করলেই মিলবে ১০ শতাংশ বোনাসও। অর্থাৎ ১০০ টাকার রিচার্জ করলে মিলবে ১১০ টাকা।

তবে কেউ চাইলে আগের মতোই পয়েন্ট অফ সেল কাউন্টার থেকেও রিচার্জ করতে পারবেন।

[আরও পড়ুন ; পুজোর কলকাতাই টার্গেট ছিল ধৃত আল কায়দা জঙ্গিদের? উত্তর খুঁজছেন গোয়েন্দারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement