সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন জীবনের নানা টুকিটাকি জিনিস কিংবা রান্নাঘরের সামগ্রী দ্রুত পেতে এখন অনেকেরই ভরসা ব্লিঙ্কইট। কিন্তু সেই ই-কমার্স সাইটে পাউরুটি অর্ডার করে ভয়ংকর অভিজ্ঞতা হল এক ব্যক্তির। পাউরুটির প্যাকেটে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত ইঁদুর!
নীতীন আরোরা নামের ওই ক্রেতা টুইটারে গোটা বিষয়টি তুলে ধরেন। একটি ভিডিও-ও পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, পাউরুটির প্যাকেটের মধ্য়ে নড়ছে একখানি ইঁদুর। ক্যাপশনে লিখেছেন, “ব্লিঙ্কইটে অর্ডার করে অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হল। পাউরুটির প্যাকেটের ভিতর জ্যান্ত ইঁদুর পেলাম। গত পয়লা ফেব্রুয়ারি অর্ডার করেছিলাম। এটা আমাদের সকলের জন্যই ভীষণ দুশ্চিন্তার। ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়ার নামে যদি এই অবস্থা হয়, তাহলে ভাল জিনিস পেতে বরং আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করব।” ব্লিঙ্কইটের পাশাপাশি জোম্যাটোর হ্যাশট্যাগও দেন তিনি।
@letsblinkit @blinkitcares pic.twitter.com/CDCvlWbEor
— Namita Chugh (@ChughNamita) February 3, 2023
নীতীনের পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এহেন দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা। অনেকেই অনলাইড ডেলিভারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। জোম্য়াটো ও ব্লিঙ্কইটের ‘দুধ মাঙ্গোগে, দুধ দেঙ্গে’ প্রচারের পালটা দিয়ে কেউ কেউ লেখেন, ‘ব্রেড মাঙ্গোগে তো চুহা মিলেগা’ (পাউরুটি চাইলে ইঁদুর পাওয়া যাবে)। বিতর্ক দানা বাঁধতেই ড্যামেজ কন্ট্রোলে নামে সংস্থাটি। তাদের তরফে বলা হয়েছে, “আমরা চাইনি আপনার এমন খারাপ অভিজ্ঞতা হোক। আপনার ফোন নম্বর অথবা অর্ডার আইডি আমাদের পাঠান। আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
নেটিজেনদের একাংশ দাবি করেছে, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত খাদ্যসুরক্ষা বিভাগের। সব মিলিয়ে নেটদুনিয়ার রোষানলে ব্লিঙ্কইট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.