Advertisement
Advertisement

Breaking News

Vi

প্রি-পেড গ্রাহকদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় প্ল্যান আনল Vi, জানুন কী কী অফার পাবেন

নতুন চারটি প্ল্যানের কথা ঘোষণা করা হয়েছে।

Vi launches new prepaid plans, here is what they are offering | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 10, 2021 5:24 pm
  • Updated:March 10, 2021 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ভোডাফোন আইডিয়ার প্রি-পেড ইউজার? তাহলে অবশ্যই পড়ে ফেলুন প্রতিবেদনটি। কারণ গ্রাহকদের জন্য দুর্দান্ত একগুচ্ছ প্ল্যান আনল Vi। যেখানে ভয়েস কল ও ইন্টারনেট ডেটা পরিষেবার পাশাপাশি প্রতিমাসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন Disney+ Hotstar-এর নানা প্রোগ্রাম।

ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদায় টেলিকম জগতে প্রতিযোগিতা অব্যাহত। একে অপরকে ছাপিয়ে যেতে প্রতিনিয়তই নানা নতুন নতুন প্ল্যান আনছে টেলিকম সংস্থাগুলি। ইঁদুর দৌড়ে পিছিয়ে নেই ভোডাফোন আইডিয়াও। ৪৯৯ টাকা ও তার উপরের প্ল্যানের জন্য বিনামূল্যে ডিজিটাল প্ল্যাটফর্ম স্ট্রিমিংয়ের অফার দেওয়া হচ্ছে। এছাড়াও রাতে হাইস্পিড ইন্টারনেট থেকে ডেটা রোলওভার- সবরকম অফারই পান গ্রাহকরা। গত সপ্তাহতেই হাসপাতাল পরিষেবা যুক্ত অফার এনেছে তারা। এবার নতুন চারটি প্ল্যানের কথা ঘোষণা করা হল। ৪০১, ৫০১, ৬০১ ও ৮০১ টাকার প্ল্যানের প্রত্যেকটিতেই Disney+ Hotstar দেখা যাবে বিনামূল্যে। চলুন জেনে নেওয়া যাক কোন প্ল্যানে ঠিক কী অফার পাবেন।

Advertisement

[আরও পড়ুন: Galaxy M সিরিজের এই স্মার্টফোনগুলি কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়, জানুন খুঁটিনাটি]

৪০১ টাকার প্রি-পেড প্ল্যান: এতে প্রতিদিন ৩ জিবি করে মিলবে ডেটা এবং ১০০টি করে এসএমএস পরিষেবা। একইসঙ্গে অতিরিক্ত ১৬জিবি ডেটা দেওয়া হবে। পাশাপাশি ১ বছরের জন্য পাবেন ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন। এছাড়া রাতে হাইস্পিড ইন্টারনেট কিংবা উইকএন্ড রোলওভার পরিষেবা তো রয়েইছে। প্ল্যানটির মেয়াদ ২৮ দিন।

৫০১ টাকার প্ল্যান: এই প্ল্যানটিতে শুধু ডেটা পরিষেবা। ৫৬ দিনের জন্য মিলবে ৭৫ টাকার ডেটা। এক্ষেত্রেও পাবেন ১ বছরের জন্য পাবেন ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন।

৬০১ টাকার প্রি-পেড প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদও ৫৬ দিন। প্রতিদিন থাকছে ৩জিবি করে ডেটা ও ১০০টি এসএমএস। এতেও ১৬ জিবি অতিরিক্ত ডেটা ও ১ বছরের জন্য ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন। অন্যান্য সুবিধাও একইরকম।

[আরও পড়ুন: OMG! বিমানে বারবার নিজের অন্তর্বাস খুলে ফেলছেন মহিলা যাত্রী, তারপর…]

৮০১ টাকার প্রি-পেড প্ল্যান: দিনপিছু ৩জিবি ডেটা ও ১০০টি এসএমএস পরিষেবাযুক্ত প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন। ১৬ জিবি অতিরিক্ত ডেটা ও ১ বছরের জন্য ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশনটি তো থাকছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement