সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে বন্ধ হতে চলেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (Paytm Payments Bank)। আগামী ১৫ মার্চের পর থেকে টপ-আপ, ওয়ালেট, ন্যাশনাল কমন মোবিলিলি কার্ড-সহ কোনও পরিষেবাই পাবেন না গ্রাহকরা। সেই সঙ্গে যাঁরা পেটিএমে ফাসট্যাগ ব্যবহার করেন, তাঁদের ফাসট্যাগও কিন্তু আর কাজ করবে না।
বর্তমানে যদি আপনার পেটিএম অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, তাহলে তা দিয়েই টোল প্লাজার বিল মেটানো যাবে। কিন্তু ১৫ তারিখের পর আর টপ-আপ ভরা যাবে না কিংবা রিচার্জ করা যাবে না। কারণ ১৫ মার্চের পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে বিকল্প উপায় কী? কীভাবেই বা ডিঅ্যাকটিভেট করবেন পেটিএমন ফাসট্যাগ? জেনে নিন খুঁটিনাটি।
Travel hassle-free with FASTag! Buy your FASTag today from authorised banks.@NHAI_Official@MORTHIndia pic.twitter.com/LI7xpMwfr4
— FASTagOfficial (@fastagofficial) February 16, 2024
কীভাবে ডিঅ্যাকটিভেট করবেন পেটিএমন ফাসট্যাগ?
১. 1800-120-4210 নম্বরে ফোন করে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং গাড়ি নম্বর অথবা ট্যাগ আইডি জানান। পেটিএমের তরফে আপনার ফাসট্যাগ বন্ধ করে দেওয়া হবে।
২. পেটিএম অ্যাপে গিয়ে প্রোফাইল আইকনে যান। এবার হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটি সিলেক্ট করে সেখান থেকে খুঁজে নিন ব্যাঙ্কিং সার্ভিসেস অ্যান্ড পেমেন্টস অপশন। তার পরই পাবেন ফাসট্যাগ। সেখানে ‘চ্যাট উইথ আস’-এ গিয়ে পেটিএম এক্সিকিউটিভের সঙ্গে চ্যাট করতে পারবেন। তাঁকে আপনার ফাসট্যাগ ডিঅ্যাকটিভেট করে দেওয়ার অনুরোধ জানান।
কীভাবে অনলাইনে নতুন ফাসট্যাগ কিনবেন?
১. গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে My FASTag অ্যাপটি ডাউনলোড করে ফেলুন।
২. অ্যাপটি খুলে ক্লিক করুন Buy FASTag-এ। চটপট কিনে ফেলুন নতুন ফাসট্যাগ যা আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে।
কীভাবে অনলাইনে অ্যাকটিভেট করবেন নতুন ফাসট্যাগ?
১. My FASTag অ্যাপে গিয়ে Activate FASTag অপশনে ক্লিক করুন।
২. এবার আমাজন কিংবা ফ্লিপকার্টের অপশন বেছে নিন।
৩. ফাসট্যাগ আইডি টাইপ করুন অথবা QR কোড স্ক্যান করুন।
৪. নিজের গাড়ির নম্বর-সহ খুঁটিনাটি তথ্য দিলেই অ্যাকটিভ হবে নয়া ফাসট্যাগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.