Advertisement
Advertisement
Uber

Uber যাত্রায় কত খরচ করতে চান, এবার সিদ্ধান্ত নিতে পারবেন আপনি নিজেই

উবের গো-তে যাতায়াত আরও সস্তা করতেই এই উদ্যোগ এই সংস্থাটির।

Uber users in India will soon have option to choose their ride fare | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 6, 2024 4:31 pm
  • Updated:January 6, 2024 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গন্তব্যে পৌঁছতে অনলাইনে মাঝেমধ্যেই উবের বুক করতে হয়? কিন্তু মোবাইল স্ক্রিনে যে ভাড়া ভেসে ওঠে, তাতে অনেক সময়ই চোখ কপালে ওঠার জোগাড় হয়। বিশেষ করে রাতের দিকে ভাড়া তুলনামূলক অনেকটাই বেড়ে যায়। এবার সেসব দিনের ইতি ঘটতে চলেছে। উবের রাইডের পিছনে কত খরচ করতে চান, তা এবার নিজেই ঠিক করে নিতে পারবেন।

উবের ফ্লেক্স (Uber Flex) নামের একটি নতুন ফিচার শীঘ্রই চালু হতে চলেছে ভারতে। আর এই ফিচারের মাধ্যমেই আপনি ঠিক করে নিতে পারবেন যে কত খরচ করে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। এই পরিষেবা অবশ্য ভারতের কাছে একেবারে অপরিচিত নয়। কারণ InDrive নামের একটি মার্কিন কোম্পানিও ভারতের বিভিন্ন শহরে এই পরিষেবা দেয়। এবার জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা উবেরও এই সুবিধা দেবে যাত্রীদের। ইতিমধ্যেই ঔরঙ্গাবাদ, আজমের, বরেলি, চণ্ডীগড়, কোয়েম্বাটুর, দেরাদুন, গোয়ালিওর, ইন্দোর, যোধপুর এবং সুরাটে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু হয়েছে। শীঘ্রই আরও অন্যান্য শহরের যাত্রীরাও এই সুবিধা পাবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে কাজ করবে উবের ফ্লেক্স।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনে ভাগ্য নির্ধারণ ভারতেরও! কেন হাসিনাকেই ফের ক্ষমতায় চায় দিল্লি?]

উবের ফ্লেক্স ফিচারটি যাত্রীদের সুবিধার্থে ৯ রকমের ভাড়ার অপশন দেবে। সাধারণত উবের বুক করার সময় যে অপশনগুলি পান, এটি তার চেয়ে ভিন্ন। এর মধ্যে থেকে আপনি বেছে নিতে পারবেন যে কোনও একটি অপশন। আপনি উবের রাইডটি জন্য কত টাকা খরচ করতে রাজি, তা জেনে যাবে উবের চালক। আপনার বাছাইয়ের সঙ্গে যদি চালকের পছন্দ মিলে যায়, তাহলে চালক আপনার বুকিং নিতে রাজি হয়ে যাবেন। আর যদি তেমনটা না হয়, তাহলে তিনি নিজেই রাইড ক্যানসেল করে দেবেন। অর্থাৎ এক্ষেত্রে যাত্রী এবং চালক, উভয়ই সুবিধা পাবেন।

আসলে উবের গো-তে যাতায়াত আরও সস্তা করতেই এই উদ্যোগ মার্কিন সংস্থাটির। এতে যাত্রীর সংখ্যা বাড়বে বলেই আশা তাদের। এক্ষেত্রেও নগদে কিংবা অনলাইনে পেমেন্ট করতে পারবেন যাত্রীরা।

[আরও পড়ুন: ‘ধর্ষণ করার সময়ও হাসে হামাস’, গা শিরশিরে অভিজ্ঞতা জানালেন পণবন্দি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement