সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশে পাশে যেখানে নজর পড়বে সর্বত্র অ্যাপ ক্যাবের রমরমা। এক ক্লিকেই সামনে হাজির গাড়ি। কিন্তু সুবিধা যেমন আছে, তেমন সমস্যাও ছিল। বুকিং গ্রহণ করলেও গন্তব্য জানার পরই তা বাতিল করে দিতেন বহু চালক। সে সমস্যা মেটাতে এবার বড়সড় পদক্ষেপ নিল অ্যাপক্যাব সংস্থা উবের (Uber)।
#Uber drivers can now see the trip destination before they decide to accept the ride, across India.@Uber_India
— Haider Ali Khan, حيدر علی خان (@khanhaider) July 14, 2022
এতদিন উবেরে বুকিং গ্রহণের সময় চালকেরা গন্তব্য জানতে পারতেন না। ফলে পিকআপ কনফার্ম করার জন্য ফোন করে যাত্রীদের কাছে গন্তব্য জানতে চাইতেন তাঁরা। অনেকক্ষেত্রেই গন্তব্য পছন্দ না হলে রাইড বাতিল করে দিতেন তাঁরা। যা নিয়ে যাত্রীদের ক্ষোভ ছিল প্রবল। সেই সমস্যা এবার সমাধানের পথে। সংস্থার তরফে জানানো হয়েছে, এবার থেকে বুকিং রিকোয়েস্টের সঙ্গেই যাত্রীর গন্তব্য দেখতে পাবেন চালক। ফলে বুকিং নেওয়ার পর তা ক্যানসেলের ঝক্কি থাকবে না। কারণ, আগেই গন্তব্য জেনে গেলে সেই মতোই বুকিং গ্রহণ করবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে পারবেন। এতে যাত্রীদের ভোগান্তিও কমবে বলেই মনে করা হচ্ছে।
উবারের তরফে জানানো হয়েছে, যাত্রী ও চালক উভয়ের হয়রানি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত মে মাসেই পরীক্ষামূলকভাবে এই ফিচারটি শুরু হয়ে গিয়েছে। এবং এতে সুফলও মিলেছে। কমেছে ক্যানসেল-এর সংখ্যা। যাত্রীদের অভিযোগও কম জমা পড়েছে। সেই কারণে এবার সর্বত্র চালু করা হবে এটি। যদিও এতে আদৌ ঝক্কি বাড়বে না কমবে তা নিয়ে সংশয় থাকছেই। কারণ, আগেই ক্যানসেল করার সুযোগ থাকলে ক্যাব পেতে আরও বেশি সময় লাগবে যাত্রীদের।
Uber is going downhill.
Big recent change: drivers can now see destination + can cancel based on that.
Good luck getting a driver to a “bad” neighborhood (discrimination) or for short trips.
Leads to longer wait times > higher prices > less trips. Nobody wins.
— Jelle Prins (@jelleprins) July 10, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.