Advertisement
Advertisement

Breaking News

Jawan

গুগলে ‘Jawan’ টাইপ করলেই শাহরুখ দিচ্ছেন সারপ্রাইজ! বিশ্বাস না হলে নিজেই দেখুন

কী করে দেখবেন শাহরুখ ঠিক কী সারপ্রাইজ দিচ্ছেন?

Type 'Jawan' on Google and get you will be surprised | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 8, 2023 3:40 pm
  • Updated:September 8, 2023 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’-এর পর এবার ‘জওয়ান’ রূপে বক্সঅফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান। ছবিমুক্তির পরই রেকর্ড অঙ্কের আয়ের মুখ দেখেছে বাদশার ছবি। তবে শুধু সিনেমা হলেই নয়, সিনেমা হলের বাইরেও অনুরাগীদের সারপ্রাইজ দিতে কার্পণ্য করছেন না কিং খান। গুগলে তাঁর নয়া ছবির নাম টাইপ করলেই চমক।

ব্যাপারটা তাহলে একটু খোলসে করে বলা যাক। ইউজারদের একঘেয়েমি কাটাতে হোম পেজে নানা ধরনের চমক দিয়ে থাকে গুগল (Google)। আবার বিভিন্ন উৎসব, পরবে সেজে ওঠে ডুডল। এবার শাহরুখ খানের জওয়ান ছবি মুক্তি পেতেই বিশেষ চমক এই সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মে।

Advertisement

Jawan

[আরও পড়ুন: ‘একদম ঠিক কাজ করেছে ভারত’, প্রথমবার মোদি সরকারের নীতিকে সমর্থন মনোমোহনের]

‘জওয়ান’ মুক্তি পাওয়ার আগে থেকেই ছবিতে কিং খানের একাধিক লুক ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কখনও হাফ মাস্ক, কখনও মুখ ভরতি ব্যান্ডেজ তো কখনও নেড়া মাথা লুকে চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার। আবার ছবিতে বিভিন্ন দৃশ্যে তাঁর হাতে দেখা গিয়েছে ওয়াকি-টকি। আর সেই বিষয়কেই একটু অন্যভাবে তুলে ধরে ছবির প্রচারে শামিল গুগলও।

jawan-google

কী করে দেখবেন শাহরুখ (Shah Rukh Khan) ঠিক কী সারপ্রাইজ দিচ্ছেন? খুব সহজ। গুগলের হোম পেজে গিয়ে ‘Jawan’ টাইপ করুন। দেখবেন স্ক্রিনের ঠিক নিচের দিকে মাঝখানে একটি লাল রঙের ওয়াকি-টকি ভেসে উঠেছে। সেটিতে ক্লিক করলেই স্ক্রিন ভরতি ব্যান্ডেজ ফুটে উঠবে। যতবার ক্লিক করবেন, ব্যান্ডেজের পরিমাণ বাড়তেই থাকবে। ঠিক শাহরুখ যেভাবে ‘জওয়ান’-এ ব্যান্ডেজে নিজের মুখ ঢেকেছিলেন, সেই দৃশ্যের কথা অনুরাগীদের মনে করিয়ে দিতেই এই অভিনব ভাবনা। সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার কাজটাই যেন করছে গুগল। এখনও বিষয়টি ট্রাই না করে থাকলে, আর দেরি করবেন না!

[আরও পড়ুন: G-20: দেশে ‘খর্ব’ মৌলিক স্বাধীনতা, মার্কিন চাপে পড়বেন মোদি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement