সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটার নিয়ে শোরগোল বিশ্বজুড়ে। মাস্ক দায়িত্ব নেওয়ার পর অনেকেই এই মাইক্র ব্লগিং সাইটের প্রতি আকর্ষণই হারিয়ে ফেলেছে। ফলে শুরু করেছে অন্য অ্যাপ ব্যবহার। টুইটারে সক্রিয় থাকতেন এমন অনেকেই বর্তমানে বেছে নিচ্ছেন মাস্টোডন (Mastodon)। জানেন এই অ্যাপ সম্পর্কে? ব্যবহারের পদ্ধতিই বা কী?
মাস্টোডন হচ্ছে একটি ওপেন সোর্স মাইক্রো ব্লগিং সাইট। এটা টুইটারের থেকে কিছুটা আলাদা। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। বিভিন্ন ভাষায় রয়েছে একাধিক সার্ভার। প্রতিটি সার্ভারে সেই সম্পর্কিত ব্যাখ্যা রয়েছে, যাতে ওই কমিউনিটির ব্যবহারকারীরা বুঝতে পারেন যে তারা ঠিক কী কী ফিচার পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা দেখতে পাবেন যে কতজন ওই সার্ভার ব্যবহার করছেন। কেউ চাইলে সেটিংয়ে গিয়ে পরিবর্তনও করতে পারেন সার্ভার।
কীভাবে লগ ইন করবেন মাস্টোডন-এ?
১.প্রথমে নিজের ফোনে ইনস্টল করুন Mastodon (মাস্টোডন) অ্যাপটি।
২. ‘গেট স্টার্টের্ড’ অপশনে ক্লিক করুন।
৩. সেখানে আপনাকে যে কোনও একটি সার্ভার বেছে নিতে হবে।
৪. নিজের আইডি তৈরি করুন, পাসওয়ার্ড দিন।
৫. এরপর নিজের মেল আইডি দিতে হবে। ব্যস মেল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলেই কেল্লাফতে।
৬. তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?
অ্যাপটির নিচে ডানদিকে পেয়ে যাবেন একটি এডিট বাটন। সেখানে ট্যাপ করে আপনি যা কিছু পোস্ট করতে পারবেন। টুইটারে যা ছিল ‘রিটুইট’, মাস্টোডনে তা রিব্লগড।
তাহলে আর দেরি কেন? আপনিও ডাউনলোড করে ফেলুন অ্যাপটি। প্রসঙ্গত, গত এক সপ্তাহে নাকি এই অ্যাপের ইউজার বেড়েছে ২ লক্ষ তিরিশ হাজার।
I just started an account today. And I gotta tell ya…it’s pretty nice. 🤷🏻♀️ https://t.co/N0IJopelkk
— Yuh-Line Niou (@yuhline) November 6, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.