Advertisement
Advertisement
Twitter

এবার টুইটারে নিষিদ্ধ ভারতীয় সাইট Koo! ক্ষোভ উগরে দিলেন সংস্থার সহ-কর্ণধার

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হল?

Twitter suspended Koo, co-founders question Twitter’s action | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 17, 2022 4:52 pm
  • Updated:December 17, 2022 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিনা যুক্তি’তে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এলন মাস্ক (Elon Musk)। এবার তাঁর মালিকানাধীন সংস্থা ভারতের মাইক্রো ব্লগিং সাইট কু-এর উপর কোপ দেওয়ায় সেই বিতর্কে ঘি পড়ল। টুইটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কু-এর সহ-কর্ণধার।

কু-এর দুই সহ-কর্ণধার ময়ঙ্ক বিদাওয়াটকা ও অপ্রমেয়া রাধাকৃষ্ণ নিজেদের অফিসিয়াল টুইটার (Twitter) হ্যান্ডেল থেকে টুইট করে জানান, এই প্ল্যাটফর্মে কু-এর যে অফিসিয়াল অ্যাকাউন্টটি রয়েছে, তা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অর্থাৎ কু-এর তরফে ওই পেজে আর কোনও টুইট করা যাচ্ছে না। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া হল? এই প্রশ্নই তুলেছেন তাঁরা। রাধাকৃষ্ণ টুইট করেন, “কু-এর একটি হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? কারণ আমরা টুইটারের প্রতিযোগী?” যে এলন মাস্ক বারবার বাক-স্বাধীনতা নিয়ে সুর চড়ান, তিনি কীভাবে এমন পদক্ষেপ করতে পারেন, সে প্রশ্নই তুলেছেন রাধাকৃষ্ণ।

Advertisement

[আরও পড়ুন: মাত্র ১৫ রানে অলআউট সিডনি থান্ডার! হঠাৎই নেটদুনিয়ায় ট্রেন্ডিং কোহলির আরসিবি]

ভারতীয় মাইক্রো ব্লগিং সাইট কু-এ (Koo) অ্যাকাউন্ট খোলা কিংবা তা ব্যবহার সংক্রান্ত নানা প্রশ্ন থাকে সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিদের। সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই সম্প্রতি টুইটারে একটি অ্যাকাউন্ট তৈরি করেছিল কু। কিন্তু হঠাৎই তা বন্ধ করে দেওয়া হয়েছে। যার পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না কু-এর সহ-কর্ণধার।

উল্লেখ্য, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অভিযোগ ওঠে মাস্কের বিরুদ্ধে। সঠিক কোনও কারণ ব্যাখ্যা না করেই একাধিক সাংবাদিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করায় টুইটারকে একহাত নেয় রাষ্ট্রসংঘ। শুধু তাই নয়, এলন মাস্কের সমস্যা বাড়িয়ে মাইক্রো ব্লগিং সাইটটির উপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দেয় ইউরোপীয় ইউনিয়ন। তবে বিতর্ক দানা বাঁধতে শেষমেশ ১৮০ ডিগ্রি ঘুরে যায় সংস্থা। সাংবাদিকের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে টুইটারের বিরুদ্ধে কু কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার।

[আরও পড়ুন: ৪ বছরে একবারও গ্রামে যাননি, রানাঘাটের সভায় পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement