Advertisement
Advertisement

এবার টুইটারে আপনার অ্যাকাউন্টও হবে ভেরিফায়েড

ভাবছেন তো কীভাবে নিজের টুইটার পেজটিকে ভেরিফায়েড করবেন? খুব সহজ৷ একটা অনলাইন ফর্ম ভরে ফেলতে পারলেই কেল্লাফতে৷

Twitter now let anyone enjoy a ‘Celebrity’ status with verified accounts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 6:47 pm
  • Updated:June 19, 2019 4:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারে কোনও সেলেব্রিটি বা কোনও সংস্থার আসল অ্যাকাউন্ট বোঝা যায় তাঁদের বা সেই সংস্থার নামের পাশে ভেরিফায়েড চিহ্ন দেখে৷ এবার শুধু সেলেব্রিটি নয়, যে কোনও টুইটার ইউজারের পেজই হবে ভেরিফায়েড৷ অর্থাৎ এবার থেকে টুইটারে আপনার নামের পাশেও নীল টিক চিহ্নটি দেখাবে৷

ভাবছেন তো কীভাবে নিজের টুইটার প্রোফাইলটিকে ভেরিফায়েড করবেন? খুব সহজ৷ একটা অনলাইন ফর্ম ভরে ফেলতে পারলেই কেল্লাফতে৷ কোম্পানির নিজস্ব সাপোর্ট পেজ-এ https://support.twitter.com/articles/20174631 গিয়ে ফর্মটি ভরতে হবে৷ ফর্ম ফিল আপের সময় প্রয়োজন হবে ইউজারের ভেরিফায়েড ফোন নম্বর ও ই-মেল আইডি৷ এছাড়াও লাগবে ইউজারের ছবি ও একটি সরকারি পরিচয়পত্র, যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকবে৷ আপনার অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হল কি না, তা ই-মেলের মাধ্যমে জানানো হবে৷ যদি কোম্পানি প্রথমবার পেজ ভেরিফাই না করে, তাহলে সংস্থার মেল পাওয়ার ৩০ দিনের মধ্যে ফের একইভাবে আবেদন জানাতে পারেন৷

Advertisement

সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট থেকে সব ধরনের ফেক অ্যাকাউন্ট সরিয়ে ফেলার জন্যই এমন উদ্যোগ নিয়েছে কোম্পানি৷ এতদিন কোনও কোম্পানি বা সংবাদ মাধ্যমের অ্যাকাউন্ট ভেরিফায়েড ছিল৷ আবার খেলোয়াড়, রাজনীতিবিদ বা বিনোদুনিয়ার তারকাদের টুইটার অ্যাকাউন্টেও নীল টিক থাকে৷ আরেক জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকেও এই ব্যবস্থা আছে৷ তবে ফেসবুকের থেকে একধাপ এগিয়ে এবার সমস্ত ইউজারকেই ভেরিফিকেশনের আওতায় নিয়ে আসছে টুইটার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement