সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে কাঁটা প্রায় গোটা দেশ৷ কখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, ঠিক কতটা ক্ষয়ক্ষতি হবে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সকলেই৷ আর পাঁচজনের মতো আপনারও নিশ্চয়ই নজর রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেটের দিকে? বারবার স্মার্টফোনে ভেসে আসা নোটিফিকেশনে চোখ রেখেছেন৷ ভাবছেন এই বুঝি আছড়ে পড়ল ঘূর্ণিঝড়৷ কোনও নোটিফিকেশন কিংবা আবহবিদদের উপর ভরসা না করে যদি নিজেই বুঝতে পারেন ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট, তবে কেমন হয়? ভালই হয় তাই না৷ তাই তাড়াতাড়ি স্মার্টফোনে ডাউনলোড করে নিন weather Now অ্যাপ৷
ঘুম থেকে উঠেই জানলা দিয়ে দেখলেন আকাশের মুখভার৷ দু-এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ নিশ্চয়ই এতক্ষণে মোবাইলে ভেসে আসা নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারছেন যে ইতিমধ্যে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফণী৷ প্রবল তাণ্ডবও চালাচ্ছে সে৷ আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার গভীর রাতে কলকাতায় আছড়ে পড়ার সম্ভাবনা ফণীর৷ কিন্তু বাড়ি থেকে বেরনোর আগে মনে কু ডাকছে তাই তো? ভাবছেন রাস্তাঘাটে বিপদে পড়বেন না তো? এই ভাবনার দিন শেষ৷ স্মার্টফোনে ইনস্টল করা weather Now অ্যাপই আপনাকে সমস্ত চিন্তা থেকে মুক্তি দিতে পারে৷
এখন প্রশ্ন হল কীভাবে ব্যবহার করবেন weather Now অ্যাপ? প্রথমে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন৷ তারপর তা ইনস্টল করুন৷ ক্লিক করলেই ওই অ্যাপে দেখতে পাবেন একটি গ্লোব৷ তাতেই দেখতে পাবেন গোটা বিশ্ব৷ নিচের দিকে শহর পরিবর্তনের অপশন পাবেন৷ সেখানে গিয়ে আপনার পছন্দসই শহরকে বেছে নিন৷ এরপর একটি পছন্দসই শহরের মানচিত্র দেখতে পাবেন৷ সেখানে ক্লিক করে ভিডিও আকারে দেখা যাবে ফণীর গতিবিধি৷ কতক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি আছড়ে পড়বে তাও জানতে পারবেন আপনি৷ শুধু তাই নয়৷ কত কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়বে, তাও আপনি ওই অ্যাপের wind (উইন্ড) অপশনে ক্লিক করেই জানতে পারবেন৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হবে কিনা, তাও অ্যাপের Temparature (টেম্পারেচার) অপশনে ক্লিক করেই জানতে পারবেন৷ সমুদ্রের জলোচ্ছ্বাসই বা কতটা ভয়াল আকার ধারণ করবে, সে বিষয়টি জানতেও আপনাকে সাহায্য করবে weather Now অ্যাপ৷ ফণী পরবর্তী পরিস্থিতিতে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আপনি৷ তাই আর দেরি না করে ফণী সংক্রান্ত যাবতীয় আপডেট জানার জন্য আজই ডাউনলোড করুন weather Now অ্যাপ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.