Advertisement
Advertisement

Breaking News

উৎসবের মরশুমে বাজারে আসছে পাঁচটি আকর্ষণীয় স্মার্টফোন

এক ঝলকে দেখে নিন৷

Top five smartphones to launch in October this year
Published by: Tanujit Das
  • Posted:October 2, 2018 9:21 pm
  • Updated:October 3, 2018 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মানেই উৎসবের মরশুম৷ একদিকে দুর্গা পুজো, পাশাপাশি নবরাত্রিতে মেতে ওঠে সমগ্র দেশ৷ এই সময় নতুন কিছু গায়ে চড়াতে যেমন সকলের ইচ্ছা করে, তেমনই ঘরে নতুন কিছু সামগ্রী কিনতেও মন চায়৷ এই পুজোর আবহেই অনেকেই কেনেন নতুন স্মার্টফোন৷ কিন্তু কিনতে যাওয়ার আগে দেখে নেওয়া দরকার কোন ফোনটা ভাল ও উন্নত ফিচারযুক্ত৷ কোন ফোন ক্রেতার সাধ্যের মধ্যে অর্থাৎ যাকে আমরা বলি পকেট ফ্রেন্ডলি৷ তেমনই এক ঝলকে দেখে নেওয়া যাক অক্টোবর বা উৎসবের মরশুমে বাজারে আসা পাঁচটি স্মার্টফোনের খুঁটিনাটি৷

[এক বছরের জন্য আমাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে এই টেলিকম সংস্থা]

Advertisement

LG V40 ThinQ: অক্টোবরের ৩ তারিখ থেকে বাজারে মিলবে এই স্মার্টফোনটি৷ টেক গুরুদের মতে, এলজি সংস্থার লক্ষ্মীলাভের অন্যতম হাতিয়ার হতে পারে এই মডেল৷ গ্রাহকের মন পেতে এই স্মার্টফোনে থাকছে পাঁচটি ক্যামেরা৷ সামনে দুটি এবং পিছনে তিনটি৷ ৬.৩ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে এই ফোনে থাকছে উন্নত প্রযুক্তির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসার এবং চার ও ছয় জিবি ব়্যাম৷

Google Pixel 3 ও Pixel 3 XL: ৯ অক্টোবর বাজারে আসছে বিশ্বের প্রসিদ্ধ সার্চ ইঞ্জিন গুগলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্ড জেনারেশন পিক্সের স্মার্টফোনটি৷ ৫.৫ ইঞ্চি ও ৬.২ ইঞ্চি দুটি সাইজে মিলবে এই ফোনটি৷ এতেও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসার ও চার জিবি ব়্যাম৷ তবে বাজারের চহিদার সঙ্গে পাল্লা দিতে এই ফোনে থাকছে তিনটি ক্যামেরা৷ পিছনে একটি এবং সামনে দুটি৷

Razer Phone 2: এক বছর আগে স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ করেছে রাজার সংস্থাটি৷ অক্টোবরের ১০ তারিখ বাজারে আসছে তাঁদের দ্বিতীয় স্মার্ট ফোন Razer Phone 2৷ মূলত গেম অ্যাডিক্টদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি হয়েছে বলে সংস্থার দাবি৷ এতেও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসার৷ ৮ জিবি ব়্যাম ও ৫.৭ ইঞ্চি স্ক্রিন৷

[ফেসবুকের ৫ কোটি ইউজারের অ্যাকাউন্ট হ্যাক, অধিকাংশই ভারতীয়]

Huawei Mate 20 Pro: ১৬ অক্টোবর থেকে ক্রেতারা হাতে পাবেন এই স্মার্টফোনটি৷ এতে রয়েছে ৬.৩ ইঞ্চি ওলেড স্ক্রিন, কিরিন ৯৮০ প্রসেসর এবং থাকছে ফিংগার প্রিন্ট রিডার৷ সম্ভবত এতেও পিছনের দিকে থাকছে তিনটি ক্যামেরা৷

OnePlus 6T: ভিভো-১১ এর পর এটিই প্রথম স্মার্টফোন হতে চলেছে যার স্কিনের উপরে ফিংগারপ্রিন্ট স্ক্যানার রয়েছে৷ অক্টোবর মাসের ৫ তারিখে বাজারে আসছে OnePlus 6T ফোনটি৷ এতে রয়েছে ৬.৪ ইঞ্চি অ্যানামোল্ড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসার এবং চার ও ছয় জিবি ব়্যাম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement