সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলেকট্রিক স্কুটারের বাজারে ক্রমেই নিজেদের ভিত পক্ত করছে ওলা। হোলিতেও আত্মপ্রকাশ করেছে স্পেশ্যাল এডিশন ই-স্কুটার। দোল উৎসবের মতোই রঙিন সেই ই-স্কুটার। কিন্তু মজার বিষয় হল আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা থাকলেও এটির মালিক হতে পারবেন না। কিন্তু কেন?
সম্প্রতি টুইটারে নয়া এডিশনের মডেলের আত্মপ্রকাশ করেছিলেন খোদ ওলা সিইও ভাবিশ আগরওয়াল। তখনই তিনি জানান, এই স্পেশ্য়াল স্কুটি সকলের জন্য় নয়। সৌভাগ্যবানরাই তা পাবেন। বিষয়টা আরেকটু খোলসে করে বলা যাক। আসলে এই এডিশনের মোট পাঁচটি মডেলই বাজারে আনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওলার একটি প্রতিযোগিতা চলছে। তাতে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজন সৌভাগ্যবানের হাতে তুলে দেওয়া হবে ই-স্কুটারের চাবি। আর সেই কারণেই ইচ্ছে থাকলেও তা কেউ কিনতে পারবেন না। রামধনু রঙের এই স্পেশ্যাল Ola S1 মডেলটি জিতে নিতে হবে।
Due to popular demand, we will build 5 of these as a special Holi edition!
Comment with pic/video of how you celebrated holi with your S1 and best 5 will get one! pic.twitter.com/y2VEoMPUWT
— Bhavish Aggarwal (@bhash) March 9, 2023
কোন প্রতিযোগিতার জন্য এই ই-স্কুটি উপহার হিসেবে দেওয়া হচ্ছে? জানা গিয়েছে, যাঁরা হোলি সেলিব্রেশনের সেরা ছবি তুলেছেন, তেমনই পাঁচজনকে বেছে নেওয়া হবে বিজয়ী হিসেবে। তবে বর্তমানে Ola S1-এর অন্য মডেল বাজারে পাওয়া যাচ্ছে। লোয়ার ট্রিমে এর গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। মডেলটির অন্য ফিচারগুলির মধ্যে রয়েছে LED লাইটিং, ৭ ইঞ্চি TFT স্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশন, মিউজিক প্লেব্যাক, রিভার্স মোড-সহ নানা সুবিধাজনক ফিচার। তবে রামধনু রঙের ই-স্কুটারটি শুধু চোখে দেখেই খুশি থাকতে হবে টু-হুইলার প্রেমীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.