সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে না হোয়াটসঅ্যাপে। এমন অভিযোগ তুলে অনেক ইউজারই মুখ ফিরিয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ থেকে। আর সেই শূন্যস্থান দখলে ময়দানে নেমেছে টেলিগ্রাম ও সিগন্যাল। গত কয়েক মাসে একলাফে অনেকটাই বেড়েছে এই দুটি অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। কিন্তু সমস্যা হচ্ছে, হোয়াটসঅ্যাপকে (WhatsApp) বিদায় জানানোর অর্থ সমস্ত চ্যাটকেও হারিয়ে ফেলা। আর এটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই। অতি অনায়াসেই এই প্ল্যাটফর্মের সমস্ত চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে। তাই হোয়াটসঅ্যাপ আনইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে চ্যাট টেলিগ্রামে পাঠাবেন।
প্রথমেই জানিয়ে দেওয়া যাক, হোয়াটসঅ্যাপ থেকে শুধুমাত্র টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সানেই চ্যাট ট্রান্সফার করা যাবে।
অ্যান্ড্রয়েড ইউজাররা কীভাবে নিয়ে যাবেন চ্যাট?
১. প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেটি ওপেন করুন।
২. এবার উপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করলে খুঁজে পাবেন ‘Export chat’ অপশনটি।
৩. সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে।
৪. সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। ব্যাস, যে সমস্ত চ্যাটগুলি টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেগুলি সেই গন্তব্যে পৌঁছে যাবে।
iOS ইউজাররা কীভাবে নিয়ে যাবেন চ্যাট?
১. একইরকমভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন।
২. এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন।
৩. সেখানেই পেয়ে যাবেন ‘Export chat’ অপশনটি। Telegram-এর অপশন বেছে নিলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পৌঁছে যাবে Telegram-এ।
তাহলে আর চিন্তা কী। ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে মনে কোনও ধন্দ থাকলে কিংবা টেলিগ্রামকে বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হলে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.