সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, হোয়াটসঅ্যাপের প্রতি মানুষের নির্ভরতা বাড়ছে। পরিসংখ্যান অন্তত সে কথাই বলছে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা হোক কিংবা অফিশিয়াল প্রয়োজন, সব ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই সুযোগেই এই মেসেজিং অ্যাপকে টার্গেট করছে হ্যাকাররা। একটি ভুয়ো অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের যাবতীয় ডেটা।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যান্ড্রয়েড ইউজারদের হোয়াটসঅ্যাপের (WhatsApp) উপরই এই হামলা হচ্ছে। ‘সেফচ্যাট’ নামে একটি ভুয়ো অ্যাপ তৈরি করে স্মার্টফোনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ম্যালওয়্য়ার। আর সেই অ্যাপই হোয়াটসঅ্যাপ থেকে হাতিয়ে নিচ্ছে নানা তথ্য়। শুধু তাই নয়, ফোন থেকে ফোন নম্বর, মেসেজ এবং জিপিএস লোকেশনও নিতে সক্ষম এই অ্যাপ। এছাড়াও টেলিগ্রাম, সিগন্যাল, ভাইবার, ফেসবুক মেসেঞ্জারের মতো প্ল্যাটফর্মগুলি থেকেও তথ্য হাতাচ্ছে হ্যাকাররা।
ইতিমধ্যেই নাকি ভারতের অ্যান্ড্রয়েড ইউজাররা এই হ্যাকারদের ফাঁদে পড়েছেন। ঠিক কীভাবে ফাঁদ পাতছে হ্যাকাররা? প্রথমে আপনাকে মেসেজ পাঠিয়ে সেফচ্যাট (SafeChat) অ্যাপটি ইনস্টল করতে বলা হবে। ইনস্টল হওয়ার পরই সমস্ত পরিষেবার জন্য অনুমতি চাওয়া হবে অ্যাপের তরফে। কিন্তু আপনি যতখানি পারমিশন দেবেন, তার বাইরেও আপনার অজান্তে কল লগ, এসএমএস, এক্সটার্নাল স্টোরের মতো নানা পারমিশন নিয়ে নেয়। এরপরই এই সমস্ত জায়গা থেকে নানা তথ্য হাতিয়ে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
কীভাবে বাঁচবেন হ্যাকারদের হাত থেকে? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও সোর্স কিংবা লিংক থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করবেন। পাশাপাশি সব অ্যাপকে সব ধরনের পারমিশনও দেবেন না। এই ধরনের অ্যাপ থেকে স্মার্টফোনকে রক্ষা করতে অ্যান্টি ভাইরাস কিংবা সিকিউরিটি অ্যাপ ডাউনলোড করে রাখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.