Advertisement
Advertisement

Breaking News

ভিড় রাস্তায় বাইক নিয়ে যাবেন কীভাবে? খোঁজ দেবে গুগল ম্যাপ

গুগল ম্যাপে মিলবে ট্রেনের খোঁজও৷

The two-wheeler mode in Google maps comes to India
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2018 8:02 pm
  • Updated:August 3, 2018 8:03 pm  

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন আপনার বাড়ি কলকাতা৷ আপনি যেতে চান দূরের কোনও ঠিকানায়৷ হয় তো সে জায়গার নামও কোনওদিন শোনেননি আপনি৷ কিন্তু কীভাবে সেই অচেনা জায়গায় পৌঁছবেন, সে দুশ্চিন্তার দিন শেষ হয়েছে আগেই৷ কিংবা ধরুন গন্তব্যের কাছাকাছি পৌঁছে কাউকে জিজ্ঞাসা করে নির্দিষ্ট স্থানে পৌঁছনোর দিনও আর নেই৷ এখন সকলেরই ভরসা গুগল ম্যাপ৷ ওই ম্যাপের উপর ভরসা রেখেই অজানা অচেনা গন্তব্যে অক্লেশে পাড়ি দেন টেকস্যাভি মানুষ৷ শুধু জায়গার নাম লিখে সার্চ অপশনে ক্লিক করলেই কেল্লা ফতে৷ এক ক্লিকে অনায়াসেই খুঁজে পাবেন বিভিন্ন শহরের অলিগলি থেকে বিদেশেরও ঠিকানা৷

[আমাজন প্রাইমকে টক্কর দিতে একগুচ্ছ অফার নিয়ে আসছে ফ্লিপকার্ট প্লাস]

এই টেকস্যাভি মানুষদের কথা মাথায় রেখেই নিজেদের পরিকাঠামো উন্নয়নের চিন্তাভাবনা করছে গুগল ম্যাপ৷ গুগল ম্যাপের ভারতের প্রোগ্র্যাম ম্যানেজার অনল ঘোষ বলেন, ‘‘আমরা গুগল ম্যাপকে আরও সঠিক করে তোলার জন্য বদ্ধপরিকর৷ শুধুমাত্র দিকনির্ণয়ই নয়৷ ভারতের যেকোনও প্রান্তের বিভিন্ন জায়গা যাতে খুব সহজেই চিনতে পারেন ব্যবহারকারীরা, সেই ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য৷’’ ভারতের বেশিরভাগ মানুষই বাইক ব্যবহার করেন৷ শতকরা হিসাবে প্রায় ৭০ শতাংশ মানুষ বাইকে করে নিজেদের গন্তব্যে পৌঁছন৷ তাই তাঁদের কথা মাথায় রেখে গুগল ম্যাপকে আরও আপডেট করা হচ্ছে বলেও জানান তিনি৷ গুগলের ওই আধিকারিক বলেন, ‘‘যেকোনও ঠিকানা লিখে গুগল ম্যাপে সার্চ করলেই, দেখা যাবে বাইকে করে কোন রুটে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে৷ ওই পথে গন্তব্যে পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে তাও জানিয়ে দেবে গুগল ম্যাপ৷’’

Advertisement

[ফের ধামাকা, এবার গ্রুপ চ্যাটের জন্য নয়া ফিচার হোয়াটসঅ্যাপে]

শুধু বাইকের মাধ্যমে পথ নির্ণয়ই নয়৷ বাস, ট্রেন বা মেট্রো পথে কীভাবে গন্তব্যে পৌঁছানো সম্ভব তাও জানিয়ে দেবে গুগল ম্যাপ৷ এছাড়াও গুগল ম্যাপের মাধ্যমে প্রায় ১২হাজার ট্রেনের সময়ও জানা সম্ভব হবে৷ গুগল ম্যাপের ভারতের প্রোগ্র্যাম ম্যানেজার অনল ঘোষ বলেন,‘‘গুগল ম্যাপের সাহায্যে রাস্তার আশেপাশে থাকা শৌচালয়ের খোঁজও পাবেন আমজনতা৷ ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথাও চলছে গুগলের৷   

[অনলাইনে কেনাকাটায় বিপুল ছাড়, নজরদারি চালানোর সিদ্ধান্ত কেন্দ্রর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement