Advertisement
Advertisement
আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস

আজ রাতেই iPhone 7 ও iPhone 7 Plus!

অ্যাপল মানেই স্বপ্ন দেখা, বাস্তব জগতের বাইরে অসম্ভবকে সম্ভব করার হাতছানি৷

Countdown has started for the iPhone 7 and iPhone 7 Plus launch event
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 10:38 pm
  • Updated:June 17, 2019 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! ভারতীয় সময় আজ রাত সাড়ে দশটায় সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক হল-এ শুভ মহরৎ আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস-এর৷ বিশ্বজোড়া অসংখ্য অ্যাপল অনুরাগীর প্রত্যাশা মিটিয়ে বিশ্বের সবচেয়ে দামি পাবলিক ট্রেড কোম্পানি অ্যাপল ইনকর্পোরেটেডের ভাণ্ডারে নবতম সংযোজন হতে চলেছে আইফোনের লেটেস্ট মডেল দু’টি৷

বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে দাবি করা হয়েছে, এবছরের আইফোনের ৩২, ১২৮ ও ২৫৬ জিবি মেমোরির মডেলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হতে পারে তার ওয়্যারলেস হেডফোন৷ অ্যাপল পরিবারের নতুন সদস্যের গায়ে সম্ভবত ৩.৫ এমএম-এর কোনও হেডফোন জ্যাক থাকবে না৷ পাশাপাশি নয়া আইফোনে থাকতে পারে ডবল লেন্স ক্যামেরা৷ তবে সেটা থাকবে সম্ভবত আইফোন ৭ প্লাস মডেলে৷ ডুয়াল সেট আপ রিয়ার ক্যামেরা হতে পারে ১২ মেগাপিক্সেলের৷ রেকর্ড করা যাবে ফোর-কে ভিডিও৷

Advertisement

জানা গিয়েছে, নতুন আইফোনে থাকতে পারে অ্যাপলের সর্বাধুনিক এ ১০ প্রসেসর, সঙ্গে ২.৪ গিগাহার্ৎজের চিপ৷ পুরনো মডেলগুলির তুলনায় র‍্যাম বাড়ানো হতে পারে ১ জিবি করে৷ শোনা যাচ্ছে, আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস মডেলে যথাক্রমে ২ ও ৩ জিবি র‍্যাম থাকতে পারে৷ এছাড়াও, ওয়াটার রেসিস্ট্যান্ট হওয়ার ফলে, জলে পড়লেও কোনও ক্ষতি হবে না এ ফোনের৷

আকৃতিগত দিক থেকে এবছরের আইফোনে কোনও পরিবর্তন না থাকলেও, নতুন আইফোন আসতে পারে প্রথাগত রংগুলির বাইরের অন্য কোনও রঙে৷ রীতি বজায় রেখে নতুন পণ্য সম্পর্কে প্রতিবারের মতো জল্পনা উস্কে রেখেছে আইফোন প্রস্তুতকারক সংস্থা৷ চূড়ান্ত নিরাপত্তার মধ্যে আজ সান ফ্রান্সিসকোয় আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তেমনই ধোঁয়াশা রয়েছে স্মার্টফোন দু’টির দাম নিয়েও, যা নিয়ে জল্পনার ইয়ত্তা নেই৷

অ্যাপল মানেই স্বপ্ন দেখা, বাস্তব জগতের বাইরে অসম্ভবকে সম্ভব করার হাতছানি৷ তাই আইফোন ৭ হোক বা ৭ প্লাস, উদ্বোধনের পরই শুরু হয়ে যাবে আইফোন ৮-এর জন্য অপেক্ষার প্রহর গোনাও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement