সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাট হোক বা সিনেমা ডাউনলোড, ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে টেলিগ্রামের। সেই কারণেই ব্যবহারকারীদের আকর্ষণ বাড়াতে টেলিগ্রাম আরও নানারকম ফিচার নিয়ে আসছে। এবার টেলিগ্রামেও মিলবে স্টোরি দেওয়ার সুযোগ। যদিও তার জন্য অপেক্ষা করতে হবে আরও একমাস।
ব্যাপারটা ঠিক কী? টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ বলেন, “আমরা অতিশীঘ্রই নতুন ফিচার আনছি। স্টোরি ফিচার।” অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপের মতোই স্টোরি দেওয়া যাবে টেলিগ্রামেও। সংস্থার তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা স্টোরি ফিচারের জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে শুধু স্টোরি দেওয়াই নয়, মিলবে হাইড অপশনও। চাইলে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গেও শেয়ার করা যাবে স্টোরি। এই ফিচার যোগ হলে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে ফেসবুক, হোয়াটস ও ইনস্টাগ্রামে রয়েছে স্টোরি ফিচার। অর্থাৎ ব্যবহারকারীরা পছন্দের যে কোনও ছবি স্টোরিতে দিতে পারেন। ২৪ ঘণ্টা পর নিজে থেকেই তা আবার সরে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.