Advertisement
Advertisement

Breaking News

Telegram

হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে মরিয়া টেলিগ্রাম, আনল নয়া ফিচার

জোর জমেছে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম লড়াই।

Telegram aims at WhatsApp’s dominance with new feature। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 2, 2023 4:59 pm
  • Updated:December 2, 2023 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপের ভরা জোয়ারেও কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে টেলিগ্রামের। স্বাভাবিক ভাবেই বাড়ছে প্রতিযোগিতাও। গত সেপ্টেম্বরে হোয়াটসঅ্যাপের সঙ্গে টক্কর দিতে টেলিগ্রাম চ্যানেলে আনা হয়েছে কমিউনিটি ফিচার। দুটিতেই আনলিমিডিটেড ফলোয়ারদের কাছে মেসেজ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু লড়াইয়ে এগিয়ে যেতে টেলিগ্রাম এবার আনল নয়া ফিচারও।

কী রয়েছে নয়া ফিচারে? এবার ইউজারদের কাছে সুযোগ আগ্রহ অনুযায়ী সম্ভাব্য চ্যানেল খুঁজে নেওয়ার। প্রিমিয়াম ব্যবহারকারীরা এখন তাঁদের পছন্দের যেকোনো চ্যানেলকে বুস্ট করতে পারেন। চাইলে আপগ্রেডও করতে পারবেন। আর সেই সঙ্গে বুস্টের উপরে নির্ভর করে ইমোজিও পাবেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, লণ্ডভণ্ড হবে বাংলা?]

আসলে আগে চ্যানেলগুলির যে বৈশিষ্ট্য ছিল টেলিগ্রাম (Telegram) কর্তৃপক্ষের মতে তা অনেক দুর্বল ছিল। বিশেষ করে অডিয়েন্সের এনগেজমেন্টকে বোঝার ক্ষেত্রে উন্নতির অবকাশ খুঁজে পেতেই এই নয়া পদক্ষেপ করা হয়েছে। উপহার কিংবা প্রিমিয়ার সাবস্ক্রিপশনের মতো অফার দিয়েও ইউজারদের উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের (WhatsApp) থেকে অপেক্ষাকৃত নতুন হওয়া সত্ত্বেও খুব দ্রুত নজর কেড়েছে। বিশেষত, হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক বাঁধার সময় হু হু করে বেড়েছিল টেলিগ্রামের ইউজার সংখ্যা। পরে জুকারবার্গের সংস্থা নতুন করে লড়াইয়ে নামে। সেই লড়াইয়ে এগিয়ে যেতেই এবার ইউজারদের এনগেজ করতে নতুন পরিকল্পনা করল। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement