সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আইফোন (iPhone) তৈরি করবে টাটা! শিগগিরি এই বিষয়ে চুক্তি হতে চলেছে। আর তারপরই তৈরি হবে ইতিহাস। এই প্রথম এদেশের কোনও সংস্থার সঙ্গে এমন চুক্তি হবে অ্যাপলের। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক গোষ্ঠী টাটা গোষ্ঠী (Tata Group)। সব কিছু ঠিক থাকলে আগস্টেই এই চুক্তি হবে। গত ১ বছর ধরেই এই নিয়ে আলোচনা চলছিল। নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্রের দাবি, কর্ণাটকের উইস্ট্রন কর্পোরেশনে আইফোন তৈরি হয়। এখানে চাকরি করেন হাজার দশেক কর্মী। সেই কারখানাই এবার টাটার নিয়ন্ত্রণে আসতে চলেছে। এদেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে উইস্ট্রন।
জানা যাচ্ছে, ২০২৪ সালের মার্চ থেকে অন্তত ১.৮ বিলিয়ন মার্কিন ডলারের আইফোন বিদেশে পাঠাতে পারবে ওই কারখানা। আগামী বছর থেকে কারখানার কর্মীসংখ্যা তিনগুণ করার পরিকল্পনা রয়েছে টাটাদের। তবে এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় টাটা, উইনস্ট্রন ও অ্যাপল।
১৫৫ বছরের টাটা গোষ্ঠী নুন থেকে তথ্যপ্রযুক্তি, সবক্ষেত্রেই অগ্রণী। গত কয়েক বছরে তারা পা দিয়েছে ইলেকট্রিক সামগ্রী ও ই-কমার্সের দিকে। আর এবার তারা আইফোন তৈরির পথে হাঁটতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.